শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন স্নায়ু যুদ্ধ চালাচ্ছে: সিআইএ প্রতিবেদন

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ‘বিশ্বশক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন। এ মুহূর্তে বিশ্বে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বাধা চীন, এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একধরণের স্নায়ুযুদ্ধ চালানোর চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।’ শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মাইকেল কলিনস আস্পেন সিকিউরিটি ফোরামে এক বক্তৃতায় এসব কথা বলেন।

কলিনস বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শি যে ভূমিকা পালন করছে, তা আমরা যে ধরণের স্নায়ু যুদ্ধ আগে দেখেছি সেরকম নয়, তবে একটি দেশ ব্যক্তি ও জনস্বার্থে যেভাবে পুরো বিশ্বের অর্থনীতি ও সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করছে, একে স্নায়ু যুদ্ধ ছাড়া আর কিছুই বলা যায়না।

চীন এমনভাবে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায়, যাতে কোনো দেশ তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নয়, বরং চীনকে পাশে পায়। আর এভাবেই যুক্তরাষ্ট্রের সাথে একটি কঠিন পরিস্থিতিতে নিজেকে জড়াচ্ছে চীন। ফলে সার্বিক পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটছে। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও জানান তিনি।

এরআগে, বুধবার একই সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিআই পরিচালক, ক্রিস্টোফার রে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চীনের নজরদারি ক্রমশই বাড়ছে। এ কারণে অনেক বিপত্তির মুখেও পড়তে হচ্ছে তাদের। এসময় তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়িক পণ্য ও গবেষণা পত্র চুরির অভিযোগ তোলেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়