শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে যুক্তফ্রন্টের গণ-সমাবেশ রোববার

রফিক আহমেদ : দেশে বিরাজমান রাজনৈতিক সংকটের অবসান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা, উপনিবেশিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে রোববার বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে যুক্তফ্রন্টের গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণ-সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারা বাংলাদেশ’র সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক ডাকসু ভিপি, নাগরিক ঐক্যের আহবায়ক ও যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, সাবেক মন্ত্রী, বিকল্প ধারা বাংলাদেশ’ মহাসচিব, যুক্তফ্রন্ট নেতা মেজর (অবঃ) আবদুল মান্নান। কিশোরগঞ্জ জেলা জেএসডি সভাপতি অ্যাড. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় যুব পরিষদের আহবায়ক এস এম সামছুল আলম নিক্সন, জেএসডি কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম মোল্লা বকুল ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সমন্বয়ক তৌফিকুজ্জামান পীরাচাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়