শিরোনাম

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফ্লেক্সি ভাড়ায় যাত্রী হারাচ্ছে রেল, বাড়ছে বিমান সফর

রাশিদ রিয়াজ : আয় বাড়াতে শেষ মুহূর্তে কাটা টিকিটের দাম বাড়িয়ে ফ্লেক্সি ফেয়ার সিস্টেম চালু করেছিল ভারতীয় রেল। কিন্তু, ঘটা করে চালু করা এই সিস্টেমের জেরেই কমেছে রেলের যাত্রী সংখ্যা। রেলের পরিবর্তে বিমানে টিকিট কাটাই শ্রেয় মনে করছেন যাত্রীরা। দেশটির কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’এর (সিএজি) রিপোর্টে মিলেছে এ তথ্য।

মার্চ ২০১৭-র রিপোর্টে সিএজি জানিয়েছিল, রাজধানী, শতাব্দী বা দুরন্ত ট্রেনে যাত্রী সংখ্যা কমেছে।

২০১৫-২০১৬ এর তুলনায় ২০১৬-১৭-তে ৬ লাখ যাত্রী সংখ্যা কমেছে। রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে লাভজনক এসি থ্রি টিয়ারেও উল্লেখযোগ্যভাবে কমেছে যাত্রী সংখ্যা।

রিপোর্টে আরও বলা হয়েছে, ১৩টি সেক্টরের বিমান ভাড়ার সঙ্গে তুলনা করে দেখা গেছে, রেলের ভাড়ার থেকে তা কম। এবং সময়ও কম হওয়ায় যাত্রীরা বিমান সফর বেছে নিতে বাধ্য হয়েছেন।

ফ্লেক্সি ফেয়ার নীতি খতিয়ে দেখতে রেলকে পরামর্শ দিয়েছে সিএজি। লক্ষ্য একটাই, খালি কামরা ফের যদি ভরে ওঠে। টিওআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়