শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ডাকাত দলের হামলায় ২ জন নিহত

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে বাজারে ডাকাতদের হামলায় দুই নৈশ প্রহরী রায়হানউদ্দিন (৫৫) ও মোতালেব মিয়া (৫৬) নিহত হয়েছে। ওই সময়ে মার্কেটের তিনটি দোকান হতে লুট করা হয়েছে প্রায় ২৭ লাখ টাকা মালামাল। পুলিশের ধারণা কোন ডাকাত দল মালামাল লুট করতেই দুইজনকে হত্যা করেছে।

শনিবার ভোরে বন্দরের লক্ষণখোলা মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হানউদ্দিন বন্দর উপজেলার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে। মোতালেব মিয়া চৌরাপাড়া এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ওসি শাহিন মন্ডল জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কোন এক সময়ে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ডাকাত দল লক্ষণখোলা মাদ্রাসা মার্কেটে হানা দেয়। ওই মার্কেটের বিসমিল্লাহ ব্যাটারি স্টোর, সততা মেলা ব্যাটারি ও সততা ব্যাটারি সার্ভিসিং সেন্টার দোকানের তালা ভেঙে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

ভোরে মার্কেটের দুইজন নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ভারী লোহার দেশীর অস্ত্র দিয়ে মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাতি কাজে বাধে কিংবা দুইজনকে হত্যার পরেই ডাকাত দল এসব দোকান হতে মালামাল লুট করে। ডাকাত দল ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়