Skip to main content

ভিয়েতনামে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত ৮

আনন্দ মোস্তফা: ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশে শুক্রবার আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে ও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। টাইফুন সন-তিনের ফলে সেখানে এ বন্যা হয়। প্রাদেশিক কর্তৃপক্ষ একথা জানিয়েছে। প্রবল বৃষ্টি ও বন্যায় ইয়েন বাই প্রদেশের শতাধিক ঘরবাড়ি ভেসে গেছে। এছাড়াও ৮০ হাজার হেক্টরেরও বেশি ফসলি ক্ষেতের ধান ভেসে গেছে। ইয়েন বাই, শোন্ লা এবং কুয়াং নিহ প্রদেশের মধ্যেকার সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার জানায়, বন্যায় আক্রান্ত এ চারজনই লাং চান জেলার বাসিন্দা এবং তারা একই পরিবারে সদস্য। এদের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার ও ৪০ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দু’জন এখনো নিখোঁজ রয়েছে। বন্যায় তাদের বাড়ি ভেসে যায়। উল্লেখ্য, টাইফুন সন-তিনের প্রভাবে দেশটিতে গত দু’দিন প্রচন্ড বৃষ্টিপাত হয় এবং বিভিন্ন নদীর পানির উচ্চতা অনেক বেড়ে যায়। সিনহুয়া

অন্যান্য সংবাদ