শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান

জান্নাতুল ফেরদৌসী: বাংলাদেশের অগ্রযাত্রায় সাফল্যমণ্ডিত নেতৃত্ব ও সাম্প্রতিক ব্যক্তিগত নানা অর্জনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণ-সংববর্ধনা সফল করতে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। দুপুরের পর থেকে নানা রঙ্গের ব্যানার ফেস্টুন হাতে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। বেলা ৩টায় গণসংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষ হাতে রাষ্ট্র পরিচালনা করে যোগ্য নেতার পাশাপাশি ব্যক্তিগত নানা অর্জনে বিশ্ব নেতায় পরিনত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং গ্লোবাল সামিট অফ উইমেন-এ লিডারশিপ এওয়ার্ড অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রাপ্তির মতো সাফল্য উদযাপনে

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ।

সংবর্ধনা সফল করতে দুপুরের আগ থেকেই গণ-মানুষের ভীড় সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানী ও এর আশ-পাশের এলাকা থেকে নানা রঙ্গের ব্যানার ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা কর্মিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের গোটা এলাকা যেনো জনসমুদ্র।

যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সংবর্ধনায় যোগ দিতে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করা, ব্যক্তিগত নানা অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করা শেখ হাসিনাকে আগামী নির্বাচনেও বিজয়ী করার আশ্বাস দেন তারা।

বেলা তিনটায় গণসংবর্ধনা মঞ্চে যোগ দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। সরকারের ও তার ব্যক্তিগত নানা অর্জন তুলে ধরে দলের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হবে। বর্ণিল ও ব্যতিক্রমী এই গণ-সংবর্ধনা অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।সূত্র: বৈশাখী টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়