শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৮:২১ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীনগরে ঝুঁকিপূর্ণ হাতিরপুল ব্রিজ, যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটার আশংঙ্কা

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী শতবছর বয়সী হাতিরপুল ব্রিজটি ঝুঁকিপূর্ণ বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোন মুহুর্তে ব্রিজটি ভেঙ্গে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদি এই ব্রিজটি ধসে পড়ে যায় তাহলে রাণীনগর থেকে আবাদপুকুরসহ উপজেলার পূর্ব অঞ্চলে যাওয়ার একমাত্র পথ চলাচলের জন্য বন্ধ হয়ে যাবে।

জানা গেছে, রাণীনগর উপজেলা সদর হতে দুই কিলোমিটার দূরে আবাদপুকুর-রাণীনগর মহাসড়কের ওপড় ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয় শতবছর বয়সী ঐতিহ্যবাহী হাতিরপুল নামক এই ব্রিজটি। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্তমানে ব্রিজটির নিচের গার্ডার ফেটে গেছে, উপরের গার্ডার ফেটে হেলে গেছে ও উপরের পাটাতন দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ব্রিজটি। ব্রিজটি ঝুঁকিপূর্ণ জেনেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে ছোট-বড় যানবাহনসহ পথচারীরা। এই ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রকার ভারী যান বাহন চলাচল করে থাকে।

সাধারণ পথচারীসহ অনেক চালক জানান, উপজেলার বাণিজ্যিক রাজধানী আবাদপুকুরের সঙ্গে রাণীনগরের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো এই সড়ক। এই সড়কে ব্রিটিশ আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী ব্রিজটির দীর্ঘদিন কোন সংস্কার না করায় তা এখন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ব্রিজটির ওপড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিদিন চলাচল করছি। দ্রুত এই ব্রিজটি সংস্কার করা অতিব জরুরী। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকৌশলী মো: সাইদুর রহমান মিঞা বলেন, ঐতিহ্যবাহী এই ব্রিজটির বর্তমান অবস্থার কথা উপর মহলে লিখিতভাবে জানানো হয়েছে। উপরের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়