শিরোনাম
◈ রাজধানীর কলাবাগানে হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ রাজধানীর কলাবাগানে হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ উত্তরায় তরুণীকে ধর্ষণ, ৯৯৯ এ ফোনে উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত ◈ মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ◈ বুয়েটে ছাত্রলীগকে প্রবেশে সহায়তা , এক শিক্ষার্থীর হলের সিট বাতিল ◈ আঙ্গুরের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে বাংলাদেশের কাছে ভারতীয় চাষীদের আবেদন ◈ টেকনাফে ৮শত টাকার জন্য বন্ধুর মাথায় গুলি ◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় আন্দ্রেস ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক: আন্দ্রেস ইনিয়েস্তা গেল মৌসুমেই বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনেছেন। স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় নাম আন্দ্রেস ইনিয়েস্তা রাশিয়া বিশ্বকাপে আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলে দেন। তবে ক্লাব ফুটবলে ইনিয়েস্তার যাত্রা এখনই থামছে না। হয়তো তার প্রাণের ক্লাব বার্সেলোনায় আর দেখা যাবে না তাকে। তবে বার্সা অধ্যায় চুকিয়ে জাপানের ক্লাব ভিসেল কোবেরে পাড়ি দিয়েছেন ইনিয়েস্তা। দেখা যাবে তাকে সেই ক্লাবের হয়েই মাঠ মাতাতে। জাপানি ক্লাবটির হয়ে ইনিয়েস্তা এখন অভিষেকের অপেক্ষায় রয়েছেন। অন্যভাবে বললে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় স্প্যানিশ কিংবদন্তি।
শুক্রবার ইনিয়েস্তা প্রথমবারের মতো যোগ দেন নতুন ক্লাব ভিসেল কোবেরের অনুশীলনে। নির্ভারভাবেই নয়া সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এসময় সতীর্থরা ইনিয়েস্তাকে বরণ করে নেন। যতোদূর খবর তাতে রোববারই ক্লাবটির হয়ে অভিষেক হয়ে যেতে পারে ইনিয়েস্তার। রোববার শোনান বেলমারের বিপক্ষে ম্যাচ ইনিয়েস্তার ক্লাব ভিসেল কোবেরের। এ ম্যাচে ইনিয়েস্তা খেলবেন বলে জোর গুঞ্জন।
প্রথমবারের মতো জাপানি ক্লাবের অনুশীলনে যোগ দিয়ে ইনিয়েস্তা বলেন, ‘আমি শারীরিকভাবে ভালো আছি এবং আমি আশাকরি রোববারের ম্যাচে খেলার জন্য আমি সুযোগ পাবো।’
গেল ২৪ মে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করেন ইনিয়েস্তা। এরপর ব্যস্ত ছিলেন বিশ্বকাপ নিয়ে। কিন্তু ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন এবার বিশ্বকাপে বেশিদূর পাড়ি দিতে পারেনি। শেষ ষোলতেই থেমে যায় দলটির যাত্রা। বিশ্বকাপের শেষ ষোলোতে দলের বিদায় নিশ্চিত হওয়ার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন ইনিয়েস্তা। বিশ্বকাপ মিশনের পর গেল বুধবার এশিয়ায় পা দিয়েছেন ইনিয়েস্তা।
সূত্র : মার্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়