শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে ২শ’ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: প্রতিরক্ষা ক্ষেত্রে ইউক্রেনকে ২শ’ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়। ২০১৪ সাল থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে বিভিন্ন প্রশিক্ষণ, চিকিৎসা সেবা ইত্যাদির ক্ষেত্রে এ সহায়তাটি কার্যকর হবে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের বৈঠকের পর এ ঘোষণা দিলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হেলসিঙ্কির বৈঠকের পর গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের ডনবাসে বিদ্যমান সমস্যা সমাধানে একটি গণভোট আয়োজনের প্রস্তাবনা দেন। যদিও এ বিষয়ে জনসাধারণের সামনে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসে ইউক্রেন। পরবর্তীতে সোভিয়েত বলয় থেকে গণতন্ত্রকামী রাষ্ট্রে পরিণত হতে চাইলে রাশিয়ার বিরাগভাজন হয়ে ওঠে। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে চুক্তিবদ্ধ হতে চাইলে ইউক্রেনবাসী বিভক্ত হয়ে যায়। এর এক বছরের মাথায় ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট রুশপন্থীদের তোপের মুখে পড়ে পালিয়ে গেলে, আন্তর্জাতিক আইন-কানুন এবং প্রতিবাদের পড়েও ২০১৪ সালে ১৮ মার্চ রাশিয়া ক্রিমিয়াকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা দেয়। অপরদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলার ক্ষেত্রে দেশটিকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র বলবেও ঘোষণা দেয় তারা। এরই প্রতিশ্রুতি এ সাহায্য দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়