শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৪:৩৪ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ২ লাখ রোগী চিকিত্সার বাইরে, নেই পর্যাপ্ত চিকিত্সা কেন্দ্র, যন্ত্রপাতি ও চিকিত্সক

ইত্তেফাক রিপোর্ট : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. হায়দার আলী (৫৫) পেশায় একজন সচ্ছল ধান ব্যবসায়ী। তার লিভার ক্যান্সার ধরা পড়ে। আর্থিক সামর্থ্য থাকলেও বার বার টেনে-হিঁচড়ে ঢাকায় আনা-নেওয়ার ঝামেলায় একরকম বিনা চিকিত্সায়ই তিনি মারা যান। একই অবস্থা হয় গলায় ক্যান্সার আক্রান্ত রফিকুল আলমের (৬৩)। তিনি কেমোথেরাপি দিতে বার বার ঢাকায় আসা-যাওয়া করার এক পর্যায়ে প্রয়োজনীয় চিকিত্সা না পেয়েই মারা যান। অন্যজন রংপুর কাউনিয়া উপজেলার বাসিন্দা দৌলতন নাহার (৪৬)। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। রোগীর সঙ্গে ঢাকায় সার্বক্ষণিক থাকার মানুষের অভাবে বিনা চিকিত্সায় মারা যান তিনি।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তথ্য মতে, দেশে অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে যে বিপুল সংখ্যক রোগী প্রতি বছর মারা যাচ্ছে, তার সিংহভাগই ক্যান্সারজনিত কারণে। বর্তমানে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ। এই সংখ্যা প্রতিবছর বেড়েই চলেছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ক্যান্সারজনিত মৃত্যুর হার শতকরা ৭ দশমিক ৫ ভাগ। ধারণা করা হয় ২০৩০ সাল নাগাদ তা ছাড়িয়ে ১৩ শতাংশে দাঁড়াবে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ২ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী চিকিত্সা আওতার বাইরে রয়েছে। সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২৬টি ক্যান্সার চিকিত্সা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ১৬টি সরকারি ও ১০টি বেসরকারি। যেখানে মোট ৫০ হাজার নতুন রোগী চিকিত্সার আওতায় আছে। বাকি ২ লাখ নতুন রোগীর সিংহভাগই দরিদ্রতা, অজ্ঞতা, কুসংস্কার ও নিকটবর্তী স্থানে চিকিত্সাকেন্দ্র না থাকায় হয় অপচিকিত্সা নিয়ে, নয়তো চিকিত্সা না নিয়েই দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ১০ লাখ জনগোষ্ঠীর জন্য ১টি রেডিওথেরাপি চিকিত্সা সুবিধা সম্বলিত ক্যান্সার হাসপাতাল রয়েছে। সে হিসাবে ১৬ কোটি জনগোষ্ঠীর জন্য প্রয়োজন এমন ১৬০টি ক্যান্সার চিকিত্সা কেন্দ্র।

বিশেষজ্ঞরা জানান, সারাদেশে সরকারি পর্যায়ে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য শয্যা আছে ৫৬০টি। পরিসংখ্যানে দেখা গেছে, দেশে ৩ হাজার ক্যান্সার রোগীর বিপরীতে রয়েছে মাত্র ১টি বেড। রেডিওথেরাপি চিকিত্সার জন্য গড় সময় লাগে ২০ থেকে ৪০ দিন। কিন্তু শয্যা সংখ্যার অপ্রতুলতার কারণে বেশিরভাগ রোগী হাসপাতালে ভর্তি হতে পারে না। ফলে অনেক রোগী চিকিত্সার বাইরে থেকে যাচ্ছে। দেশে যে কয়টি ক্যান্সার চিকিত্সা প্রতিষ্ঠান রয়েছে, তাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিত্সকেরও অভাব রয়েছে। সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে সর্বমোট বিশেষজ্ঞ চিকিত্সকের সংখ্যা মাত্র ১৭০ জন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসার ডা. মো. মোয়াররফ হোসেন বলেন, ক্যান্সার ব্যক্তি বিশেষের রোগ নয়, এটা একটা পরিবারের রোগ। ক্যান্সার যেন না হয়, সে বিষয়ে আমাদের কথা বলতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যেমন লাং ক্যান্সারের প্রধান কারণ সিগারেট বা তামাক। তাই যে কোনো তামাকের বিরুদ্ধে আমাদের প্রচারণা চালাতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, খুব শিগগিরই দেশের ৮টি বিভাগে ক্যান্সার চিকিত্সায় এক থেকে দেড়শ বেডের ৮টি ক্যান্সার সেন্টার করা হবে। দেশে কতসংখ্যক ক্যান্সার রোগী আছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। ধারণা করা তথ্য নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। তবে আশার কথা হলো, খুব শিগগিরই ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা জানা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, দেশে ক্যান্সার চিকিত্সার ব্যয় মেটাতে প্রতিবছর ৪ শতাংশ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। ক্যান্সার চিকিত্সা ঢাকা কেন্দ্রীক হওয়ায়, প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে এসে গরিব রোগীদের পক্ষে এই চিকিত্সা নেয়া সম্ভব হয় না। সে কারণে প্রতি বিভাগে ক্যান্সার সেন্টার তৈরির পরিকল্পনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়