শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার গণসংবর্ধনা, বন্ধ থাকবে যেসব রাস্তা

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা আজ (২১ জুলাই)। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় যানচলাচল সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি’র পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে বেলা ১টা থেকে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস ভবন ও টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপ শাহ মাজার, চানখাঁর পুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাঁটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলো ডাইভারশান করা হতে পারে।

গাড়ি পার্কিং
মিরপুর থেকে যেসব নেতাকর্মী বাসে আসবেন, তারা মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় গাড়ি পার্কিং করবেন। উত্তরা-মহাখালী থেকে আসা নেতাকর্মীদের বাস মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল- ইউবিএল-জিরো পয়েন্ট-সুপ্রিমকোর্টের মোড় ঘুরে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের মাঠে পার্কিং হবে।

ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ হয়ে যেসব নেতাকর্মী বাসে আসবেন, সেই গাড়িগুলোর পার্কিং হবে টিএসসি থেকে ডান দিকে ঘুরে মল চত্বরে। যাত্রাবাড়ী-ওয়ারী-বংশাল দিয়ে যারা আসবেন, তারা জিরো পয়েন্ট, সুপ্রিম কোর্ট মোড় ঘুরে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে পার্কিং করবেন। অন্যদিকে লালবাগ, কামরাঙ্গীর চর থেকে আসা নেতাকর্মীরা পলাশী-নীলক্ষেত এলাকায় পার্কিং করবেন গাড়ি। সূত্র : সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়