শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজেন্সির গাফিলতিতে ৩৮৩৫ জনের হজ অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট: বিমান টিকিটের পে-অর্ডার না করায় ৩১ এজেন্সির ৩ হাজার ৮৩৫ জনের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ধর্ম মন্ত্রণালয় প্রথম দফায় ৫৬ ও পরবর্তীতে ৮৮টিসহ ১৪৪টি এজেন্সিকে বিমান টিকিটের পে-অর্ডার না করায় আলোচনার জন্য ডাকে। এতে সাড়া দিয়ে বেশিরভাগ এজেন্সি বৈঠকে অংশ নিলেও দুই দফা নোটিসের পরও অভিযুক্ত ৩১ এজেন্সি শুনানিতে অংশ নেয়নি।

এ অবস্থায় গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ওই ৩১ এজেন্সিকে ফের আগামীকাল ২২ জুলাই ধর্ম মন্ত্রণালয়ে ডেকেছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গতকাল পর্যন্ত ৩১ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেন। এদিকে সরকারি ব্যবস্থাপনার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশে যাত্রা করে গতকাল সন্ধ্যায় মদিনায় পৌঁছেছেন।

হজযাত্রার আগে শারীরিক গুরুতর অসুস্থতায় পড়েছেন কিংবা মৃত্যু হয়েছে এমন পাঁচ হাজারেরও বেশি যাত্রী এবার হজে যেতে পারছেন না। যারা মারা গেছেন তাদের আত্মীয়রা বিষয়টি ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েছেন। সেই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তাদের হজে যাওয়ার ইচ্ছা পূরণে শারীরিক অক্ষমতার কথা। জানতে চাইলে হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে হজযাত্রী রিপ্লেসমেন্টের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাননি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়