শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থণ ছাত্রদের সাথে রয়েছে

গয়েশ্বর চন্দ্র রায় : যাদের স্বার্থে আঘাত লাগে, তারাই হামলা করছে শিক্ষক ও সাধারণ ছাত্রদের। আসলে এখন সরকারের হাত অনেক লম্বা ও শক্তিশালী। তারা এখন দেশে যাই করুক তাদেরকে কারও কিছু বলার নাই। তাদের কোন জবাবদিহিতা নাই। কিন্তু সরকার প্রধানকেও বা তার প্রতিনিধিকেও তো একটু ভাবা উচিত, তিনি বা তারাও কোন না কোন দিন ছাত্র ছিলো, আন্দোলন হয়ত করেছে। সবাইতো আর রাজনৈতিক দলে থাকে না। ফলে ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়, এটা কিন্তু সমাপ্ত হয় কোন এক সময়। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে বা যারা করেছে তাদের আন্দোলন কখনো বিফলে যায়নি।

তারা সবাই সফল হয়েছে। ছাত্র সমাজের আন্দোলন কেউ দাবিয়েরাখতে পারেনি আর পারবেও না। আজ হোক কাল হোক তাদের দাবি লক্ষে পৌছাবে। এটা আমার বিশ্বাস। তাদের এই ন্যয্য দাবি সবার সম্মতি আছে। অতিতেও দেখা গেছে যত সরকারই ছিলো তারা সবাই ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে ছিলো। শেষ পর্যন্ত ছাত্ররাই সফল হয়েছে। সময়ের কারণে কখনো কখনো দুর্গতি, চাপ, নির্যাতনও থাকে। পিছে হটা, এগুলো কখনো ছাত্ররা করে না। ছাত্ররা তাদের লক্ষ্যে অটুট থাকে। আমি বিশ্বাস করি, ছাত্রদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি এখনি না হলেও একদিন প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থণ তাদের সাথে রয়েছে।

পরিচিতি : স্থায়ী কমিটির সদস্য, বিএনপি/ মতামত গ্রহণ :  মো. এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়