শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সকল পণ্যে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

তানভীর রিজভী: এবার চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক বসিয়ে আরো বড় বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীন থেকে ৫০ হাজার কোটি ডলারের (৫০০বিলিয়ন) সব আমদানি পণ্যের ওপর শুল্কারোপ করতে ‘প্রস্তুত’ বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট শুল্কারপের জন্য ৫০০ বিলিয়ন পর্যন্ত যেতে পারেন ।

ট্রাম্প সর্বশেষ চীনা পণ্যগুলোর ওপর যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা কার্যকর হওয়ার আগেই নতু করে এ হুমকি দিলেন।

ওয়াশিংটন গত সপ্তাহে বাড়তি কিছু চীনা পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয় যার অর্থমূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার। ৬ হাজারেরও বেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়। সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে চীনের ৩ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। যেটি কার্যকর হয়েছিল ৬ জুলাই থেকে।

একইদিনে ১২ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপরও চীন পাল্টা শুল্ক কার্যকর করে।

সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান,তিনি প্রয়োজনবোধে প্রতিটি চীনা পণ্যের ওপরই শুল্ক আরোপ করতে প্রস্তুত।

এদিকে সেনসাস ব্যুরোর তথ্যমতে, গতবছর যুক্তরাষ্ট্রে মোট ৫০ হাজার ৫শ’ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল চীন। অন্যদিকে, একইসময়ে চীনে মোট ১২ হাজার ৯৯০ ডলারের পণ্য রপ্তানি করেছিল যুক্তরাষ্ট্র। যা চীনের রপ্তানির পরিমাণের চেয়ে অনেক কম।

শুল্কারোপের পক্ষে যুক্তি দেখিয়ে ট্রাম্প বলছেন, “আমি রাজনীতির জন্য এটি করছি না। আমাদের দেশের জন্য ন্যায্য কাজটি করতেই আমি এ পদক্ষেপ নিচ্ছি।”

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন থেকেই চীন আমাদের বারোটা বাজাচ্ছে।” বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়