শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সুজন কৈরী: রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় পারভীন (৪০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত পারভীনের স্বামী ও স্বজনদের হেফাজতে নিয়েছে।
জানা গেছে, গুরুতর অবস্থায় স্বজনরা ঘটনাস্থল থেকে পারভীনকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার এসআই শেখ শিপলু মিয়া জানান, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে ট্রলির ওপর লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সৎ ভাই-বোনের একজনের দাবি করছে এটি হত্যা, অপরজনের দাবি আত্মহত্যা।
এসআই বলেন, পারভীনের আগে একটি বিয়ে হয়েছিল। সেখানে তার একটি ছেলে সন্তান আছে। বর্তমান সংসারে তার একটি মেয়ে সন্তান রয়েছে। নিহতের মেয়ের দাবি তার মা নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে নিহতের আগের ঘরের ছেলের দাবি, তার সৎ বাবা আনজু (বর্তমান স্বামী) তার মাকে হত্যা করেছেন।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত পারভীনের বর্তমান স্বামী আনজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ঘটনার কারণ জানতে নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়