শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ও মোস্তাফিজ টেস্ট খেলতে চান না : পাপন

সারোয়ার জাহান: টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যর্থতার জন্য কোনো ক্রিকেটারকে এককভাবে দোষারোপ না করলেও, সাকিব-রুবেলের মতো সিনিয়র ক্রিকেটারদের টেস্ট খেলার ব্যাপারে অনাগ্রহের কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি মুস্তাফিজের মতো তরুণ বোলারও টেস্ট খেলতে চান না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নতুনভাবে টেস্ট দল গঠন করবে বিসিবি।

সাদা পোশাক ও লাল বলের খেলাতে বাংলাদেশ নিজের মাটিতে আগের চেয়ে শক্তিশালী। কিন্তু বিদেশে গেলে লড়াই করার মধ্যেই এতদিন ছিল আশা। কিন্তু তাতেও বাগড়া দিয়েছে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ। যেখানে প্রথম টেস্টে একের পর এক লজ্জার রেকর্ডের জন্ম দিয়ে ইনিংস হার মেনেছে সাকিবের দল। স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কয়েকজন ক্রিকেটারের শরীরি ভাষা নিয়ে।

শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবের নিজ এলাকায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকজন ক্রিকেটারের টেস্ট মানসিকতার ব্যাপারটি তুলে ধরেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের দেশে এখন দেখছি, বেশ কিছু সিনিয়র প্লেয়ার যারা আছে, তাঁরাও আসলে টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব। টেস্টে খেলবে না, ও খেলতে চায় না। এখন মুস্তাফিজও টেস্ট খেলতে চায় না। মানে ও বলে না যে আমি খেলব না। বাট ও চায় টু অ্যাভোয়েড (এড়িয়ে চলা)।’

বিসিবির সভাপতি বলেন, ‘টেস্টটা তো একটু কঠিন। রুবেল অনেক এক্সপেরিয়েন্সড, অনেক দিন ধরে সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্টটা এখন কঠিন হয়ে যাচ্ছে। সো ইয়াঙ্গার জেনারেশন থেকে আমাদের নতুন নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই।’

ক্যারিবীয় সফরে বাংলাদেশকে ভুগিয়েছে ডিউক বলও। এই বলের বিশেষত্ব অন্য রকম। বাংলাদেশ নিজেদের মাটিতে খেলতে অভ্যস্ত এসজি বলের চেয়ে আলাদা এটি। এমনকি বাংলাদেশ সাধারণত যেসব দেশে খেলতে যায় সেখানে বল হিসেবে থাকে কোকা বোরা। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজই একমাত্র খেলছে ডিউক বলে। যার সুইং সামলানোর জবাব ছিল না তামিমদের। একইভাবে রুবেল-রাহিরাও পারেনি ওই বল ও উইকেটের সুবিধা নিতে।

ক্যারিবীয় সফরে খারাপ করার কারণ হিসেবে নাজমুল হাসান পাপন বলেন, ডিউক বলে খেলা হয়েছে। ডিউক বলে তো আমাদের এখানে কেউ অভ্যস্তই না। বলের বাউন্স, মুভমেন্ট কোনো ধারণাই ছিল না। তিনি বলেন, বাংলাদেশি প্লেয়ারদের জন্য এটি একটি নতুন পরিবেশ ছিল।

যদিও ২০০৯ সালে বাংলাদেশ প্রথমবার যখন ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল, তখনো গেইলররা খেলতেন ডিউক বলে।-এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়