শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমন জীবন আমি আবারো বাঁচতে চাইনা সঞ্জয় দত্ত

নূর মাজিদ: আলোচনার পাদপ্রদীপেই থাকেন তিনি। সেটি তার অভিনীত চলচ্চিত্রের কারণেই হোক অথবা তার বিতর্কিত অতীত। ভারতীয় সিনেমার এমন এক খলনায়ক আবার মতভেদে মহানায়কের নামই হলো সঞ্জয় দত্ত। তাকে নিয়ে অতি সাম্প্রতিক আলচনার কারণ তার জীবনী নিয়ে নির্মিত সিনেমা সঞ্জু। সিনেমাটির পরিচালক রাজকুমার হিরাণি। ভারতীয় চলচ্চিত্র জগতে পাক্কা হিরের জহুরি তিনি। শিল্পনন্দন ছায়াছবি ও চরিত্র নির্ভর গল্প নির্মাণই হিরাণির নেশা ও পেশা। সেখানে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা বলে খ্যাত রণবীর কাপুর। পরিচালক হিরানিসহ সব দর্শককে এরপর সহজাতভাবেই মুগ্ধ করেছেন রনবীর। আর হিরানির পরিচালনার কারিশমা এই সিনেমার ঝুলিতে ইতোমধ্যেই যোগ করেছে ৫২৮ কোটি রুপি। সিনেমায় উঠে আসা সঞ্জয়ের অতীত ও বর্তমান জীবন নিয়ে তার মুখোমুখি হয়েছিলো ভারতীয় গণমাধ্যম ইয়ন নিউজ। বিশেষ করে, এই সিনেমায় সঞ্জুবাবার অতীত অপরাধ লঘু করার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ তীব্রভাবেই করছেন সঞ্জয়ের নিন্দুকেরা। ইয়নকে দেয়া তার সাক্ষাৎকারে এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন সঞ্জয়। জানিয়েছেন অতীত নিয়ে নিজের অনুতাপের কথাও।

এসময় তিনি বলেন, সকলেরই কিছু অতীতের অন্ধকার থাকে। যা তাদের সারা জীবন তারা করে ফেরে। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। এসময় তিনি নিজের ক্যারিয়ারের উত্থান-পতনের নানা পর্বের কথাও উল্লেখ করেন। সঞ্জয় বলেন, টাডা আদালতের রায়ে তার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি হারান অনেক মানুষের সম্মান ও ভালোবাসা। বিনিময়ে এসময় তার অর্জন ছিলো মুম্বাই হামলায় নিহত ২৫০ ব্যক্তির স্বজনদের আহাজারি ও অভিশাপ।তীব্র আক্ষেপে সঞ্জু বলেন, এমন জীবন তিনি আর কখনোই বাঁচতে চাননি।

সঞ্জু সিনেমার বিরুদ্ধে তার ইমেজ পরিষ্কার করার অভিযোগকে অত্যন্ত অমূলক মনে করেন সঞ্জয়। তিনি ইয়ন প্রতিনিধিকে পাল্টা জিজ্ঞেস করেন, বলুনতো আজকের যুগে কে ৫০ কোটি রুপি আমার মতো একজন মানুষের চরিত্রের কালিমা ঢাকতে বিনিয়োগ করবে! বিষয়টি হাস্যকর নয় কি! সঞ্জু বলেন, আমার জীবন নিয়ে এই সিনেমা নির্মাণের চিন্তা সর্বপ্রথম করেন আমার স্ত্রী মান্যতা। সে জেলে আমাকে দেখতে এসে তার এই পরিকল্পনার কথা জানায়। এবং তার অনুরোধের প্রেক্ষিতে আমি এতে সম্মতি দেই। এরপর আমি ছবিটির নির্মাতা এবং কলা-কুশলীদের আমার অতীত জীবনের ইতিহাস বলেছি। এরপর তারা তা যাচাই-বাছাই করেই নিজেদের মতো গল্প সাজিয়ে ‘সঞ্জু’ সিনেমাটি নির্মাণ করেছেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়