শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রন জানিয়েছেন ট্রাম্প

 

আসিফুজ্জামান পৃথিল: ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠকের পর নিজের বক্তব্যের জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরেও পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আগামী শরতেই ওয়াশিংটন সফরে যেতে পারেন পুতিন।

হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ্ স্যান্ডার্স জানিয়েছেন, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে পুতিনের জন্য আমন্ত্রণপত্র তৈরী করতে বলেছেন। গত সোমবারের ট্রাম্প-পুতিন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকেও অভিহিত করা হয়নি। তাই এই বৈঠকে একটি ধোঁয়াসার আবরণ পড়ে রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও এই ব্যপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। এই ব্যপারে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা ইন্টালিজেন্স এর পরিচালক ড্যান কোটস সাংবাদিকদের বলেন, ‘আপনারা ঠিকই বলেছেন। আমি আসলেই এই ব্যপারে কিছুই জানিনা।’

এই আমন্ত্রণটিকে পুতিনের বিজয় বলে দেখা হচ্ছে। পুতিন ২০০৭ সালে সর্বশেষ রাশিয়া সফর করেন। সেসময় তিনি তৎকালিন প্রেসিডেন্ট জর্জ বুশ পরিবারের সাথে দুই দিন কাটান।

বৃহষ্পতিবার ট্রাম্প এবং পুতিন উভয়েই নিজেদের প্রথম বৈঠককে সফল বলে ঘোষণা দেন। ট্রাম্প জানিয়েছেন তার সাথে পুতিনের সন্ত্রাসবাদ মোকাবেলা, ইসরায়েলের নিরাপত্তা, পরমাণু সাম্যাবস্থা, সাইবার হামলা, বাণিজ্য, ইউক্রেন সমস্যা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এবং উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনা করেন। এদিকে একটি টুইট বার্তায় ট্রাম্প মিডিয়াকে আবারও দোষারোপ করেন। তিনি লিখেছেন, ‘রাশিয়ার সাথে সম্মেলন একটি বিরাট সফলতা। শুধুই জনগনের প্রকৃত শত্রু সংবাদমাধ্যম এটি দেখতে পায়না।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়