শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ক্ষুদ্রতম শিশুর জন্ম, ওজন ৩৭৫ গ্রাম

আসিফুজ্জামান পৃথিল: হায়দ্রাবাদে জন্ম দিয়েছে ভারতের ইতিহাসের ক্ষুদ্রতম শিশু। শিশুটির ওজন মাত্র ৩৭৫ গ্রাম। গত ফেব্রুয়ারিতে শিশুটির জন্ম হলেও এই সংবাদ প্রকাশিত হয়েছে সম্প্রতি। হাতের তালুর আকারের এই শিশুটির নাম রাখা হয়েছে বেবি চেরি।

বেবি চেরির পিতার নাম সৌরভ আজওয়ানি এবং মায়ের নাম নিকিতা আজওয়ানি। এটি তার ৫ম গর্ভধারণ। মাত্র ৫ মাস গর্ভে রেখেই চেরিকে জন্ম দিতে বাধ্য হন তিনি। তার আগের ৪টি গর্ভাবস্তার প্রতিটিই গর্ভপাত করা হয়েছিলো। এই দম্পত্তির বাড়ি ছত্তিসগড়ে। নিকিতার গর্ভবস্তায় স্থানীয় ডাক্তাররা শিশুটির জন্ম্দানে তাদের শঙ্কার কথা জানান। তখন এই দম্পতির এক পারিবারিক বন্ধু তাদের হায়দ্রাবাদে এসে ভাগ্য পরীক্ষার পরামর্শ দেন। এরপর তারা হায়দ্রাবাদের রেইনবো চিলড্রেনস হাসপাতালে আসে। এই হাসপাতালেই এর আগে সফলতার সাথে জন্ম নিয়েছিলো ভারতের এর আগের ক্ষুদ্রতম শিশু। তার ওজন ছিলো ৪৪৯ গ্রাম।

এ বছরের ২৭ ফেব্রুয়ারি ডাক্তাররা আর দেরী না করে নিকিতার অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। এবং সফলতার সাথে বেবি চেরিকে পৃথিবীর আলোতে নিয়ে আসেন। তাদের এ সময় বেশ কিছু প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। এর মধ্যে রয়েছে অপরিপক্ক ফুঁসফুঁস, মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি, ইনফেকশন এবং অপুষ্টিজনিত সমস্যা। কিন্তু চিকিৎসকেদের আন্তরিকতায় এর কোনটিই হয়নি। এই অস্ত্রপচারটি পরিচালনা কনে ডাক্তার দিনেশ কুমার চিরলা। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়