শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি’র সন্দেহের তালিকায় চার অধিনায়ক

স্পাের্টস ডেস্ক : ফিক্সিং সন্দেহে আতসকাঁচের নিচে চার অধিনায়ক। আইসিসি’র বার্ষিক রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। ১ জুন, ২০১৭ থেকে ৩১ মে, ২০১৮ পর্যন্ত ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল ১৮টি তদন্ত চালিয়েছে। সেই তদন্তের মধ্যে চারটি ক্ষেত্র নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি’র দুর্নীতিদমন শাখা।

ক্রিকেটবিশ্বের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ঘরোয়া ও কর্পোরেট টি-২০ লিগ কতটা দূনীতি মুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল চলতি বছরের জানুয়ারিতে ঘটা সংযুক্ত আরব আমীরশাহীর আজমন অলস্টার লিগের ঘটনা। এরপরই নড়ে চড়ে বসে আইসিসি।

সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। সেজন্যই শেষ এক বছরের কিছু বেশি সময়ে ১৮টি তদন্ত চালিয়ে গিয়েছে আইসিসি’র দুর্নীতি দমন শাখা। যার মধ্যে ১৩টি ক্ষেত্রে এখনও তদন্ত চলছে। এর মধ্যে দুটি মিডিয়ার স্টিং অপারেশনের মধ্যে দিয়ে প্রকাশ্যে এসেছে। আর চারটি ক্ষেত্রে আন্তজার্তিক ক্রিকেট দলের চার অধিনায়কের জড়িয়ে থাকা নিয়ে তদন্ত চলছে। তবে অধিনায়কের নাম প্রকাশ করা হয়নি - ক্রিকইনফাে

ক্রিকেটে স্পট ফিক্সিং, ম্যাচ গড়াপেটা ও মাঠের বাইরে বেটিংচক্রের হদিশ হামেশাই মেলে। তবে সেটা চলে পর্দার আড়ালে৷ সরাসরি সম্প্রচারিত হওয়া কোনও টুর্নামেন্টে গোটা দলকে প্রকাশ্যে ম্যাচ ছেড়ে দিতে দেখা গেলে বিষয়টা কতটা গুরুতর, তা আন্দাজ করা যায় আমীরশাহীর আজমন অলস্টার লিগের লিগের একটি ম্যাচে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায় দুবাইয়ের ১৩৬ রান তাড়া করতে নেমে শারজা ওয়ারিয়র্সের বেশিরভাগ ক্রিকেটার স্বেচ্ছায় রানআউট হন অথবা হাস্যকরভাবে স্ট্যাম্প আউট হয়ে ক্রিজ ছাড়েন। উইকেটকিপার বল ধরতে না পারলেও ব্যাটসম্যানকে ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আউট হওয়ার অপেক্ষায়। রানআউটগুলিও অত্যন্ত উদ্ভট৷ দুই ব্যাটসম্যানই ক্রিজের মাঝপথে এসে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ফিল্ডার ধীরে সুস্থে বল ধরে উইকেটকিপারের হাতে ছুঁড়ে দিচ্ছেন রান আউট করার জন্য, এমন ছবি বার বার দেখা গিয়েছিল ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়