শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বদলে দিয়েছিল যে জয়

স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও বিশ্বকাপের শুরুতে ফ্রান্স ততটা ফেভারিট ছিল না। তারাই জিতে নিল শিরোপা। ফ্রান্সের অধিনায়ক উগো লরি জানালেন, একটি ম্যাচ মনোবল বাড়িয়ে দিয়েছিল তাদের। শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় তাদের মনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস তৈরি করেছিল বললেন এই গোলরক্ষক।

অস্ট্রেলিয়া ও পেরুকে হারানোর পর গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে ড্র করেছিল ফ্রান্স। নকআউটের প্রথম ম্যাচে তাদের সামনে ছিল নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আর্জেন্টিনা। দুইবারের সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ফরাসিরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলে পিছিয়ে পড়ে। কিন্তু বেঞ্জামিন পাভার্দের সমতা ফেরানো গোলের পর কাইলিয়ান এমবাপের জোড়া গোলে ৪-৩ ব্যবধানে দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স।

বিদায়ের শঙ্কায় পড়েও এমন জয় ফ্রান্সকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছিল মনে করেন লরি। ওমনিস্পোর্ত’কে তিনি বলেছেন, ‘আমরা আর্জেন্টিনার সেরা দলকে পেয়েছিলাম, মেসির আর্জেন্টিনা। আমাদের মনে এটা (জয়) বিশ্বাস তৈরি করেছিল যে সব বাধা ঠেলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটি ম্যাচ ছিল কঠিন, কিন্তু আমরা সত্যিই ভালো খেলেছি।’

ওই জয়ের পর উরুগুয়ে, বেলজিয়াম ও ক্রোয়েশিয়াকে হারিয়ে আবার বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফ্রান্স। লরি বলেছেন সেই বদলে যাওয়া দলের কথা, ‘সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমরা খুব শক্তিশালী দল হিসেবে প্রস্তুত হলাম। ওই ম্যাচের পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি ফাইনাল জেতা পর্যন্ত।’ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়