শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকে স্বর্ণ জিতলেই পুরস্কার ২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : পুরস্কার হিসেবে আন্তর্জাতিক গেমসে বিজয়ী অ্যাথলেটদের বেশ আগে থেকেই টাকা দিয়ে আসছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবার পুরস্কারের টাকার অঙ্কটা বেড়েছে। অলিম্পিক গেমসে ব্যক্তিগতে ইভেন্টে স্বর্ণ জয়ীদের জন্য আগে দেওয়া হতো এক কোটি টাকা, এবার সেই পরিমাণ ২ কোটি। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জয়ী দলকে দেওয়া হবে তিন কোটি টাকা।

এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ২৫ লাখ আর দলীয় বিভাগে ৪০ লাখ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ গেমসে ১৫ লাখ টাকা পাবেন ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী, আর দলীয় ইভেন্টে পাবেন ২০ লাখ টাকা। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে ৬ লাখ ও দলীয় বিভাগে এক লাখ টাকা করে পাবেন প্রত্যেকে। এছাড়া কোচদেরও দেওয়া হবে অর্থ পুরস্কার। বিওএ সব মিলিয়ে ১১টি আন্তর্জাতিক গেমসের জন্য অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে।

বিওএ’র নির্বাহী কমিটির সভা শেষে মহাসচিব শাহেদ রেজা বলেছেন, ‘ক্রীড়াবিদদের আরও উৎসাহ দিতে আমরা অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছি। যাতে করে খেলোয়াড়রা নিজেরা আরও ভালো খেলতে পারে।’

এছাড়া এই সভা থেকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, যুব গেমসের বাছাইকৃত প্রতিভাবান অ্যাথলেটদের বছরব্যাপী বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘যুব গেমস থেকে তুলে আনা প্রতিভাবান অ্যাথলেটদের দীর্ঘ মেয়াদে ট্রেনিংয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। ১৪টি ডিসিপ্লিনে যারা অষ্টম শ্রেণি বা তার নীচে লেখাপড়া করছে তাদের বিকেএসপিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। অভিভাবকরা সম্মতি দিলে তাদের বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হবে।’ বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়