শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও পা রাখতে যাচ্ছে আইসল্যান্ড

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আঙিনায় পা রাখে ইউরোপের ছোট্ট দেশ আইসল্যান্ড। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে দারুণ চমকও দেখিয়েছিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছিল তারা। তাছাড়া সবচেয়ে ছোটো দেশ হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছে দলটি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে যাচ্ছে আইসল্যান্ডের। আগামী ২৪ জুলাই এমসিসি একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের হ্যাম্পটন হিল ক্রিকেট ক্লাব মাঠে।

এমসিসির বিরুদ্ধে একদিনের এই ম্যাচটি হবে ৪০ ওভারের। আইসল্যান্ড তাদের ক্রিকেট যাত্রার আগে একটি দুঃসংবাদও পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে মূল দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলতে পারছে না। কারণ মূল দলের বেশিরভাগ ক্রিকেটারই অন্য দেশের। তাদের আইসল্যান্ডের বাইরে যাওয়ার অনুমতি নেই। এদিকে আইসল্যান্ডে কোনো ক্রিকেট মাঠ নেই। নেই কোনো বিশেষ পিচের ব্যবস্থাও।

তারা ক্রিকেট খেলেন তাদের দেশের সংসদ ভবনের সামনে খোলা জায়গায়। তবে, ক্রিকেট সুবিধা না থাকলেও আইসল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করছেন খুব দ্রুতই তারা ইউরোপিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ পেয়ে যাবেন। এরপর তাদের লক্ষ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহকারী দেশের মর্যাদা পাওয়া। চলতি মাসে ইংল্যান্ডের মাটিতে মোট চারটি ম্যাচ খেলবে আইসল্যান্ড ক্রিকেট দল। এর মধ্যে দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ এমসিসি একাদশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়