শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলের আতিথেয়তায় খুশি হয়ে রোনালদোর ১৮ লাখ টাকা বখশিস

আক্তারুজ্জামান : অবসর কাটাতে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। সেখানে গিয়ে কোনো হোটেলে ওঠাও অস্বাভাবিক কিছু না। হোটেল কর্মকর্তাদের সার্ভিসে খুশি হয়ে কিছু টিপসও দেয়া যায়। কিন্তু, সেই পরিমাণটা কি কখনও লাখ ছাড়াতে পারে? একটু ভুল হয়ে গেল। শুধু লাখ নয়, প্রায় ১৭ লাখ! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি পরিবার নিয়ে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলের পরিষেবায় খুশি হয়ে ১৭ হাজার ৮৫০ ইউরো টিপস দিয়েছেন সিআর সেভেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা। যে খবরে রীতিমতো চমকে গিয়েছে ফুটবল দুনিয়া থেকে শুরু করে আমজনতা।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ মহাতারকাকে বিশাল অর্থে কিনেছে জুভেন্টাস। বছরে ৩০ মিলিয়ন ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি) সি আর সেভেনের সঙ্গে চার বছরের চুক্তি করেছে তারা। সব মিলিয়ে রোনালদো আয় করবেন ৩৪০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি)। এর মধ্যে রয়েছে ট্রান্সফার ফি। ইতালিতে ফুটবলারদের হয়ে আয়কর দেয় ক্লাবগুলোই।

তবে এই ঘটনার পর অনেকেই রোনালদোর সমালোচনা শুরু করেছেন। কারো কারো মতে, রোজগারের সঙ্গে খরচও বহু গুণ বেড়ে গিয়েছে তার। আর তাই টিপস দেওয়ার জন্য এত বিপুল পরিমাণ খরচ করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরই জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেন রোনালদো। ছুটি কাটাতে পরিবার এবং বান্ধবীকে নিয়ে উড়ে যান গ্রিসে। সেখানকার কোস্টা নাভারিনো হোটেলে বেশ কিছু দিন ছিলেন সিআর সেভেন। সেই হোটেলের আতিথেয়তায় খুশি হয়েই এই বিপুল পরিমাণ টিপস দিয়েছিলেন পর্তুগিজ তারকা। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়