Skip to main content

কালকিনিতে নিখোঁজের ৯দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রের

এইচ এম মিলন,কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৯দিন পরেও মেহেদী হাসান শুভ(২৩) নামের এক মেধাবী কলেজছাত্রের সন্ধান মেলেনি। এদিকে তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি সাধারন ডায়রী করেছেন নিখোঁজ ছাত্রের পরিবার। সে সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। সাধারন ডায়রী ও নিখোঁজ ছাত্রের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মো. দুলাল বেপারীর কলেজ পড়ুয়া বড় ছেলে মেহেদী হাসান শুভ গত ০৭-০৭-১৮ইং তারিখে এশটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে কলেজ থেকে বাড়িতে আসেন। কিন্তু সে বাড়িতে কিছুদিন থেকে গত ১২-০৭-১৮ইং তারিখে সিলেট কলেজের উদ্দেশ্যে রওনা দেন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে অনেক খোঁজাখুজি শেষে কোথাও না পেয়ে নিখোঁজ ছাত্রের বাবা মোঃ দুলাল বেপারী কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করেন। এ দিকে মেহেদী হাসান শুভকে হারিয়ে তার বাবা-মা ও আত্নীয় স্বজন পাগল প্রায়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, শুভকে খুজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে।