শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মাদকের বিরুদ্ধে সাইকেল র‌্যালি

ফাহিম ফয়সাল : ‌‌‌‍'মাদককে না বলুন' এই স্লোগানকে সামনে রেখে তিন শতাধিক সাইকেলিস্ট নিয়ে রাজধানীতে মাদকের বিরুদ্ধে সাইকেল র‌্যালি করেছে এপেক্স ক্লাব অব বাংলাদেশ।

শুক্রবার (২০ জুলাই) জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু করে খামারবাড়ি, বিজয়স্বরণী, তেজগাও, লিংক রোড, সাতরাস্তা, মগবাজার, কাকরাইল মোড়, মৎস ভবন, হাই-কোর্ট চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে তাদের র‌্যালি শেষ হয়।

র‌্যালি শেষে তারা জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ‌পেক্স এর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি এপে. সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে যে বৃহৎ কার্যক্রম হাতে নিয়েছে তা দেশ ও জাতির জন্য একটি ভালো কাজ।

তিনি বলেন, দেশ থেকে পুরোপুরি মাদক নির্মূল করতে না পারলে দেশ ধ্বংসের কিনারায় চলে যাবে। তাই যুব সমাজকে রক্ষা করার জন্য দেশ থেকে মাদক নির্মূল করা আবশ্যক। সরকার সমাজ থেকে সমূলে মাদক নিয়ন্ত্রণের যে প্রত্যয় ঘোষণা করেছে সরকারের এ উদ্যোগের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সারা দেশে এপেক্স বাংলাদেশের ১২৭ টি ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে প্রায় ৩ হাজার এপোক্সিয়ান যুক্ত রয়েছেন।

র‌্যালি উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) রেজাউল আলম বিপিএম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন চুন্নু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়