শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবে না: বিলাওয়াল ভুট্টো

ওমর শাহ: পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর কো-চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দাবি করেছেন, ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। তেহরিকে ইনসাফের নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবে না।’ বৃহস্পতিবার ফায়সালাবাদে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন বিলাওয়াল।

তিনি বলেন, আমাদের অবশ্যই আদর্শ ও লক্ষ্য ভিত্তিক রাজনীতি করতে হবে। তাই বেনজির ভুট্টো ও জুলফিকার আলী ভুট্টোর আদর্শকে সমুন্নত রাখতে হবে। আমরা পাকিস্তান থেকে ঘৃণ্য রাজনীতি ও গলাবাজির রাজনীতি দূর করতে আপনাদের ভোট ও সমর্থন আশা করছি।’

এদিকে বৃহস্পতিবার পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ২৫ জুলাইয়ের পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোনও হস্তক্ষেপ নেই। নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। আমরা শুধু নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি পাকিস্তানের আইনশৃঙ্খলার উন্নতি আনতে।

দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে এবারই প্রথম বেশি সংখ্যক ইসলামপন্থী ও সমালোচিত নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, এবার এককভাবে কোনোর দলই ক্ষমতায় আসতে পারবে না। সূত্র: জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়