শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪৩ বিলিয়ন ডলারের হবে হালাল ট্যুরিজম

শোভন দত্ত: গত বছর বিশ্বজুড়ে মুসলিম ভ্রমণ ছিল যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। হালাল হোটেল থেকে শুরু করে হালাল বিমান, বিচ রিসোর্ট এবং হালাল ডাইনিং এখন ক্রমবর্ধমান মুসলিম ভ্রমণকারীদের কাছে কাক্সিক্ষত। বিশ্লেষকরা বলছেন, মুসলমানদের ভ্রমণ বৃদ্ধি এবং কম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণের তাগিদ থেকেই মূলত জনপ্রিয় উঠছে হালাল পর্যটন।

থমসন রয়টার্স প্রকাশিত ‘স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি’ প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে মুসলিমরা ভ্রমণে ব্যয় করেছে ১৬৯ বিলিয়ন ডলার। বার্ষিক ৮.২৫ শতাংশ প্রবৃদ্ধিতে ২০২১ সাল নাগাদ এ ব্যয় দাঁড়াবে ২৪৩ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক ভ্রমণ ব্যয়ের ১২.৩ শতাংশ হবে। আর ২০২২ সাল নাগাদ এ বাজার হবে ২৮৩ বিলিয়ন ডলার।

আমেরিকান প্রতিষ্ঠান এয়ারবিএনবির মতো অনেক মুসলিম প্রতিষ্ঠান এরই মধ্যে গড়ে উঠেছে হালাল পর্যটন সুবিধা দিতে। উপসাগরীয় দেশগুলোতে পারিবারিক পরিবেশে পর্যটনেরও ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের কাক্সিক্ষত স্থান ও হালাল খাদ্য কোথায় পাওয়া যাবে এ সংক্রান্ত নানা তথ্য দেওয়া হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যারা শূকরের মাংস এবং অ্যালকোহল পছন্দ করে না, একই সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস এবং নিয়ম মেনে চলেন সেসব মুসলিম পরিবারকে উদ্দেশ্য করেই মাঠে নেমেছে এসব প্রতিষ্ঠান।

বর্তমানে হালাল পর্যটন সুবিধা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় মালয়েশিয়া, তৃতীয় তুরস্ক, চতুর্থ সিঙ্গাপুর, পঞ্চম জর্দান, ষষ্ঠ মালদ্বীপ, সপ্তম ইরান, অষ্টম লেবানন, নবম ওমান এবং দশম স্থানে রয়েছে সৌদি আরব। সাম্প্রতিক তুরস্কে জঙ্গি হামলাসহ নানা ইস্যুতে পর্যটক কমলেও হালাল পর্যটন সুবিধা দিয়ে দেশটি বিপুলসংখ্যক মুসলিম ভ্রমণকারী আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে পর্যটন আয় ৩১.৩ শতাংশ বেড়ে হয়েছে ৪.২৫ বিলিয়ন ডলার।

ভ্রমণ ও পর্যটন কম্পানিগুলোর কর্মকর্তারা জানান, তাঁরা এক ধরনের বিশেষ অনলাইন অ্যাপ ছেড়েছেন। যার মাধ্যমে একজন মুসলিম সেসব স্থান খুঁজে পেতে পারেন যেখানে হালাল পণ্যের দোকান রয়েছে এবং হালাল সেবা রয়েছে। মধ্যপ্রাচ্যের পর্যটন বিশেষজ্ঞ হাসান সাকির বলেন, হালাল পর্যটন এখন মধ্যপ্রাচ্য কিংবা মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি এখন বিশ্বের সব দেশেই ছাড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যটন কম্পানিগুলোও এ ব্যবসা লুফে নিচ্ছে। আরব নিউজ, অ্যারাবিয়ান বিজনেস, রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়