শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৮:২৮ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাসদের তৈরি সাড়ে ৩’শ বিলিয়ন ডলারের পণ্য কেনে উন্নত দেশ

রাশিদ রিয়াজ : দি গ্লোবাল স্লেভারি ইনডেক্স রিপোর্টে বলা হচ্ছে ২০১৬ সালে বিশ্বে ৪০.৩ মিলিয়ন মানুষ আধুনিক দাসত্বের শিকার এবং উন্নত দেশগুলো এর দায় এড়াতে পারে না কারণ এসব দেশ দাসত্বের শিকার মানুষের কাছ থেকে কেনে সাড়ে ৩’শ বিলিয়ন ডলারের পণ্য। রিপোর্টে দাবি করা হচ্ছে উত্তর কোরিয়ায় প্রতি ১০ জনে ১ জন দাসত্বের শিকার। দি টাইম

চীনে অন্তত উত্তর কোরিয়ার ৩ লাখ নাগরিক রয়েছেন যারা হয় পালিয়ে গেছেন এবং এদের ৯০ ভাগই চোরাচালানের শিকার। দাসত্বের শিকার মানুষদের ব্যবহার করা হয় প্রধানত কয়লা, কোকো, তুলা, কাঠ ও মাছ শিল্পে। প্রতিনিয়ত এসব মানুষকে হুমদি দেওয়া হয়, যারা নিজেদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না এবং কখনো কখনো সন্ত্রাসের শিকার হন। পছন্দ নয় এমন কাজ করতে তারা বাধ্য।

রিপোর্ট অনুযায়ী শুধু ভারতেই অন্তত ৮০ লাখ মানুষ এই ধরনের দাসত্বের শিকার। ১৬৭ টি দেশের মধ্যে ভারত রয়েছে ৫৩’তে। চীনের স্থান ১১ তে। তাদের হার প্রতি হাজারে ২.৮। জোর করে শ্রমিকের কাজ করানো, জোর করে বিয়ে দেওয়া, মানব পাচার, কারও দাসত্ব ইত্যাদি বিবেচনা করে এধরনের দাসত্বের সূচক নির্ধারণ করা হয়। দাসত্বের শীর্ষে উত্তর কোরিয়ার পরই রয়েছে ইরিত্রিয়া, বুরুন্ডি, আফ্রিকা, আফগানিস্তান, মৌরতানিয়া, দক্ষিণ সুদান, পাকিস্তান, কম্বোডিয়া ও ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়