শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটার মোড়কে ভেতরে কী: বাহাদুর বেপারী

লিয়ন মীর: কোটা সংস্কার আন্দোলনের মোড়কে ভেতরে কী আছে এবং এই আন্দোলনের উদ্দেশ্য কীÑ এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী। আমাদের নতুন সময়ের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোটা আন্দোলনকারী সকলে যদি প্রকৃত মেধাবী হয়ে থাকে, এই বাংলা ও বাঙালিকে ভালবাসে, তাদের মেধা দিয়ে এই জনপদের উন্নয়ন করতে চায়, তাহলে তারা কেন বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করল? রাতের অন্ধকারে হামলা করে ভয়াবহ তা-ব চালানো হয়েছিল কেন? এমনভাবে সশস্ত্র হামলা চালিয়ে কেন বাসভবনের সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হয়েছিল? উপাচার্য কোনোমতে প্রাণে বেঁচে যান। তিনি তো কোটা সংস্কারের এখতিয়ার রাখেন না তারপরেও আন্দোলনকারীরা তার ওপর কেন হামলা করেছিল। এই ন্যাক্কারজনক কাজ থেকেই বোঝা যায় এই আন্দোলনের ভেতরে অন্যকিছু আছে। এই কোটা সংস্কারের আন্দোলনের উদ্দেশ্য শুধুই কোটা সংস্কার নয়। কোটার মোড়কে ভেতরে অন্যকিছু।

তিনি আরো বলেন, যখন এই বাংলার নামটি পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল তখন কতজন মেধাবী সরকারি চাকরি পেয়েছে, কতজন মেধাবী সচিব হয়েছে, কতজন মেধাবী জেনারেল হয়েছে, কতজন মেধাবী সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার সুযোগ পেয়েছে? কিন্তু আজ আমরা সব পেয়েছি। স্বাধীন বাংলা পেয়েছি। এই বংলার সব কিছু আজ বাংলা ও বাঙালির। সকল শ্রেণির মানুষের। কিন্তু এই স্বাধীন বাংলা, স্বাধীনতা, স্বাধীন জনপদ কিসের বিনিময়ে পেলাম, কাদের আতœত্যাগে পেলাম তা ভুলে গেলে চলবে না। এক সাগর রক্তের দাম দিতে হবে। তাদের সম্মান করতে হবে। তারাই প্রকৃত মেধাবী, যারা স্বাধীনতা এবং স্বাধীন বাংলার প্রকৃত মূল্য বোঝে ও সম্মান করতে জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়