শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু ধর্ষণ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে ৫ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে ওই আসামিকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ আলমগীর(২৯) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকার গফুর আলীর ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গত ১৮ জুলাই বিকালে নিজবাড়িতে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর থানার এসআই আলমগীর হোসেন ও শেখ আব্দুল কুদ্দুস তাকে গ্রেপ্তার করতে কুলাঘাট ওয়াবদা বাঁধ এলাকায় যান। গ্রেপ্তার এড়াতে আলমগীর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আলমগীরের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। আহত হন দুই এসআইও। তাদেরকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর মোর্শেদ দোলন জানান, পুলিশ সদস্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আলমগীরকে ভর্তি করে পায়ে অস্ত্রপচার করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, চিকিৎসা শেষে আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়