শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরী প্রেসিডেন্ট কোলিন্দার ‘সাতকাহন’

ডেস্ক রিপোর্ট:  লুকা মদ্রিচ, রাকিটিচ, সুবাসিচদের পরিশ্রমী ফুটবল সারা পৃথিবীর ক্রীড়াপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে এটা সবার জানা। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে সে কারণে ১৯৯১ সালে স্বাধীন হওয়া ক্রোয়েশিয়ার সমর্থনের পাল্লাটি  ভারী ছিল। পাশাপাশি ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ নজর কেড়ে নেন বিশ্বের সকল দেশের দর্শকদের। বিশ্বের খুব কম গণমাধ্যমই রয়েছে যারা ক্রোয়েশিয়া ফুটবল দলের পাশাপাশি এই দেশের প্রেসিডেন্টের সরব উপস্থিতি নিয়ে নিউজ প্রচার করেনি। ইন্টারনেটে আবার তার নানা ধরনের ছবি নিয়ে চলেছে গুঞ্জন। সেই সবের পাশাপাশি কোলিন্দা সম্পর্কে ৭ টি অজানা তথ্য এখানে দেয়া হল।

প্রথম নারী ও সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট কোলিন্দা
ক্রোয়েশিয়ার প্রথম নারী ও সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট কোলিন্দা ২০১৫ সালের হাড্ডাহাড্ডি নির্বাচনে বিজয়ী হয়ে ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একই সাথে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টও। দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৪৬ বছর। কোলিন্দার রাজনৈতিক দলের নাম ক্রোয়েশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (এইচডিজেড)। তার প্রতিদ্বন্দ্বীর নাম ইভো জোসিপোভিচ যিনি ২০১০ সাল থেকে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। কোলিন্দা মোট ভোটের ৫০.৫% এবং জোসিপোভিচ ৪৯.৫% ভোট পান, যেখানে মোট ভোটারের ৯৯% ভোট প্রদান করে বলে ক্রোয়েশিয়ান নির্বাচন কমিশন জানায়। ২০১৭ সালের একটি জরিপ অনুযায়ী ক্রোয়েশিয়ার মোট জনসংখ্যা ৪১ লক্ষ ৫৪ হাজার ২০০ জন।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী
কোলিন্দা গ্রাবার বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন কর্তৃক ২০১৭ সালে প্রকাশিত ‘বিশ্বের ১০০ ক্ষমতাধর নারী’ তালিকায় স্থান পান। তালিকায় তিনি ৩৯ নম্বরে ছিলেন এবং মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারী ক্লিনটনের চেয়েও উপরে ছিলেন। এই তালিকায় জার্মানির এঙ্গেলা মেরকেল সবার উপরে ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তালিকায় ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পূর্বে তিনি ন্যাটো এ ক্রোয়েশিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘আমি নারীবাদী নই, সমতাবাদী’
কোলিন্দা গ্রাবার কিতারোভিচ নিজেকে নারীবাদী হিসেবে মনে করেন না বলে সংবাদমাধ্যমে জানান। তার মতে, ‘নারীবাদী’ হলে বর্ণবাদী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে বলে একটি ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে। সে কারণে আমি সমতার কথা বলি। নারী ও পুরুষ উভয়ের জন্য সামাজিক সম্মান, ব্যবসায় ইত্যাদি ক্ষেত্রে সমতা আনতে চাই আমি, ইউরো নিউজকে বলেছিলেন কোলিন্দা।

কোলিন্দা গর্ভপাতের পক্ষে!

ক্যাথেলিক খ্রীস্টান ধর্মের একনিষ্ট অনুসারী হলেও কোলিন্দা গ্রাবার কিতারোভিচ গর্ভপাতের পক্ষে কথা বলেন। তিনি বলেন,‘গর্ভপাত নিষিদ্ধ করায় কোন সমাধান নেই।’ তিনি নারীদের বৈধ ও নিরাপদে গর্ভপাতের সমর্থন করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

কোলিন্দা গ্রাবার সমকামীতার সমর্থক!

কোলিন্দা গ্রাবার কিতারোভিচ রক্ষণশীল ক্রোয়েট জাতির প্রেসিডেন্ট হওয়ার পরেও সমকামীতার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক জনসমাবেশে তিনি বলেছিলেন, তার ছেলে সমকামী হলে তিনি গ্রহণ করবেন। তবে তিনি সমকামী বিয়ের পক্ষে কোন ঘোষণা দেননি, কিন্তু ক্রোয়েশিয়ার লাইফ পার্টনারশিপ এক্ট সমকামী বিয়ের ব্যাপারে আইনী বাধাকে পরোক্ষভাবে উঠিয়ে দেয়।

কোলিন্দা ৫ টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কেবল সুন্দরী নয়, অত্যন্ত মেধাবীও। ইউনিভার্সিটি অব জাগরেব থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের উপর উচ্চর ডিগ্রি গ্রহণ করেন। ২৯ এপ্রিল, ১৯৬৮ সালে জন্মগ্রহণ করা কোলিন্দা ক্রোয়েশিয়ান, ইংরেজি, স্প্যানিশ, পর্তুগীজ ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। এগুলোর পাশাপাশি তিনি ইতালীয়ান, জার্মান ও রাশিয়ান ভাষার উপরও দক্ষ।

ইন্টারনেটে ভাইরাল হওয়া বিকিনি ছবিগুলো কোলিন্দার নয়, কোকোর

মার্কিন মডেলের অর্ধনগ্ন ছবিকে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দার ছবি ভেবে, দেখে ও তা আপলোড করে অনেকেই আনন্দ পাচ্ছেন। প্রকৃতপক্ষে ঐ মডেলের নাম কোকো অস্টিন (Coco Austin)। কোকো মার্কিন র‍্যাপার আইস-টি (Ice-T) এর স্ত্রী। তাকে কোলিন্দার সাথে গুলিয়ে ফেলে "পিপল" ম্যাগাজিন ২০১৬ তে-ই ক্ষমা চায় চেয়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মাঠে সুন্দরী কোলিন্দার উপস্থিতি গণমাধ্যমের মাধ্যমে আলোচনায় এলে ফের ভাইরাল হয় এই ভুল ছবি। বার্তা ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়