শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইয়ের দাম নিয়ে ছাত্র ও দোকানিদের সংঘর্ষ, আহত ৬

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢা‌বি) শিক্ষার্থী‌ ও নীলক্ষে‌তের বই দোকানদার‌দের সঙ্গে বই‌য়ের দাম নি‌য়ে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। বই‌য়ের দাম নি‌য়ে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে দোকানের লোক‌দের সংঘবদ্ধ হামলায় ঢা‌বির ৫ শিক্ষার্থী ও ছাত্র‌দের পিটু‌নি‌তে এক দোকানদারসহ ৬ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

বৃহস্পতিবার রাতের দিকে রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ৫ শিক্ষার্থী হলেন, দ্বিতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ বিভাগের বাধন, দর্শন বিভাগের মাহিন, উমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নিপুন প্রথম বর্ষের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের রুবেল এবং ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের তালেখ। অাহত একজন কর্মচারীর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বই কিনতে গিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। কথা কাটাকাটির একপর্যায়ে একই হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ঘটনাস্থলে অাসে। কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদাররা জড়ো হয়ে তাদের ৫ জনকে মারধর করে ভেতরে নিয়ে অাটকে রাখে এবং মার্কেটের গেট অাটকিয়ে দেয়।

রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করতে গেলে ওই এলাকায় উত্তেজনাকর প‌রি‌স্থি‌তির তৈরি হয়। সাড়ে নয়টার দিকে পুলিশ অাটকে রাখা ৫ জনকে উদ্ধার করে। এই সময় ওই দোকানের একজন কর্মচারী বের হলে তাকে মারধর করে উপস্থিত শিক্ষার্থীরা।

পরে পুলিশ এসে এই কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অাহত শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাধন বলেন, অামাদের জুনিয়র প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে দোকানদাররা খারাপ ব্যাবহার করে।

অামরা বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে অামাদের উপর অতর্কিত হামলা করা হয়। অামার মাথা, পিঠ ও হাত জখম হয়। ত‌বে ঘটনায় সং‌শ্লিষ্ট দোকানের লোক‌দের সা‌থে কথা বল‌া যায়‌নি।

এ বিষ‌য়ে মন্তব্য জান‌তে জিয়া হ‌লের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

জিয়াউর রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাব্দুল্লাহ অাল মাসুদ লিমন বলেন, অামার হলের ৫ জন শিক্ষার্থীকে দোকানদাররা তুচ্ছ কারণে মারধর করে অাটক করে রাখে। পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। অামরা প্রশাসনের কা‌ছে দোষীদের বিচারের দা‌বি জা‌নি‌য়ে‌ছি।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদাযাল‌য়ের প্রক্টর অধ্যাপক ড. এ‌ কে এম গোলাম রব্বানী ব‌লেন, আমরা বিষয়‌টি অব‌হিত হ‌য়ে‌ছি। ত‌বে সং‌শ্লিষ্ট সক‌লে মি‌লে এর একটা সুরাহা করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়