শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যেন মানুষকে হতাশ না করি, সাথে নিজেকেও’

মহিব আল হাসান : তাসকিন রহমান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। ‘ঢাকা অ্যাটাক’ ছবির জিসান চরিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তাসকিন। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির আগেই বেশকটি সিনেমাতেও কাজ করেন তিনি। তাসকিন বাংলাদেশী বংশদূত অষ্ট্রেলিয়া প্রবাসী। পেশায় অস্টেলিয়ান কারেকটিভ সার্ভিসের ক্রাইম স্টপার হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি সেদেশের মিডিয়ার সঙ্গে জড়িত। বাংলাদেশে ছিলেন ২০০০ সাল পর্যন্ত। দেশে বেশ কয়েকটি প্যাকেজ নাটকেও কাজ করেছিলেন। নানা রঙে মিশানো তার রুপালি জীবন। জীবনে পালাবদল দেখেছেন অনেক কিছুর। সম্প্রতি ‘বয়ফ্রেন্ড’ সিনেমার শুটিং সেটে কথা বলেন আমাদের সময় ডট কমের সাথে।

‘বয়ফ্রেন্ড’ সিনেমার সম্পর্কে তাসকিন রহমান বলেন, ‘ উত্তেজনা, গতানুগতিক রোমান্স ও ভালোবাসা রয়েছে এতে। আমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্রটাই পছন্দ করি। ‘বয়ফ্রেন্ড’ সিনেমায় আমি ক্রিকেটার চরিত্রে অভিনয় করছি। ছবিতে কিছু অ্যাকশন দৃশ্যের কাজ করেছি। যেগুলা অন্য ছবির সাথে কিছুটা মিল থাকলেও এই ছবিটায় তা আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’
ক্রিকেটার চরিত্রে প্রথমবার অভিনয় করছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে তাসকিন রহমান বলেন,‘সিনেমাটি ক্রিকেটের উপর না। ছবিতে আমি ক্রিকেটার চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রটা খুব বেশি উপভোগ করছি। প্রথম কথাটায় বলবো আমি চ্যালেঞ্জ নিতে চাই। জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ আর আমার নাম তাসকিন রহমান দুজনার জায়গা আলাদা হলেও নামের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে বলে আমি মনে করি।

তাসকিন তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে বলেন, ‘দর্শক এখনও ঢাকা অ্যাটাকের ভাইভ থেকে বের হতে পারেনি। তবে আমি আমার প্রফেশনের দিক থেকে আমি সবসময় চাই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। আমি আমার কাজের মাধ্যমে দর্শকের কাছে পেীঁছুতে চাই।

তিনি আরও বলেন, ‘আমি গতানুগতিক ছবিতে কাজ করতে চাই না। নিজেকে ভেঙে ভেঙে কাজ করতে চাই। ছবির গল্পের উপর নির্ভর করবে আমার কাজ করটা। একের পর এক ছবিতে কাজ করতে চাই না। সারা বছর ছবি নিয়ে ব্যস্ত না হয়ে বেঁচে বেঁচে কাজ করাটা আমার চ্যালেঞ্জ। বছ্ের চার থেকে পাঁচটি সিনেমায় কাজ করব। যে সিনেমাগুলো দিয়ে নিজেকে দর্শকের কাছে নিয়ে যেতে পারব। তবে আমি আমার কাজটা নিয়ে আশাবাদী। আমি এমন কিছু করার চেষ্টা করছি, সেটা সবদিক থেকেই ভিন্ন। শেষে একটাই কথা, আমি যেন মানুষকে হতাশ না করি, সাথে নিজেকেও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়