শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলহাম হত্যা মামলা তদন্ত করবে সিআইডি

শোভন দত্ত: বাকলিয়ায় স্কুলছাত্রী ইলহাম বিনতে নাছির (১১) হত্যা মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৯ জুলাই) ইলহাম হত্যা মামলার তদন্তভার চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগ বরাবর চিঠি পাঠিয়েছে পুলিশের এ সংস্থা।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, ইলহাম হত্যা মামলার তদন্তভার চেয়ে বৃহস্পতিবার আমাদের কাছে চিঠি পাঠিয়েছে সিআইডি। প্রক্রিয়া শেষে মামলাটি শিগগির তাদের কাছে হস্তান্তর করা হবে।

এস এম মোস্তাইন হোসেন বলেন, ইলহাম হত্যায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের।

গত ২৭ জুন সকালে নগরের পশ্চিম বাকলিয়া সৈয়দশাহ রোডের ল্যান্ডম্যার্ক সোসাইটি এলাকার এমএস লায়লা ভবনের ৬ষ্ঠ তলায় নিজ বাসায় খুন হন স্কুল শিক্ষার্থী ইলহাম বিনতে নাছির। ইলহাম সাতকানিয়া ঢেমশা এলাকার মো. নাছির উদ্দিনের মেয়ে। নাছির উদ্দিন সৌদি আরব প্রবাসী। ইলহাম মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

২৯ জুন ইলহাম হত্যার ঘটনায় রিজুয়ান কবির রাজু (২৬) নামে এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। রিজুয়ান কবির রাজু খুন হওয়া ইলহাম বিনতে নাছিরের চাচীর ছোট ভাই। তিনি চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ আইনজীবী।
এ হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি ছায়া তদন্ত করে আসছিল সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়