শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় টেস্ট দল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে একদিনের সিরিজে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে। এরপর শুরু হবে টেস্ট সিরিজের লড়াই। সেই লড়াইয়ের আগে বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। পিঠের চোটের জন্য প্রথম তিনটি টেস্টে খেলতে পারবেন না দলের নাম্বার ওয়ান পেসার ভুবনেশ্বর কুমার। চোটের অবস্থা দেখে শেষ ২টি টেস্টে ভুবিকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এদিকে চোটের জন্য প্রথম টেস্টে থেকে বাদ যেতে পারেন যাসপ্রীত বুমরাও।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে এমন ঘটনার জন্য নির্বাচকদেরই দায়ী করছেন বিশেষজ্ঞরা। চোট থাকা সত্বেও শেষ একদিনের ম্যাচে কেন ভুবনেশ্বর কুমারকে খেলানো হল? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতে হয়েছে। টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে ভুবনেশ্বরের বাদ যাওয়াটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কারণ নতুন বলে উইকেট নেওয়ার জন্য জন্য ভুবনেশ্বরের দিকেই তাকিয়ে থাকে ভারতীয় দল।

গতবার ইংল্যান্ড সফরে গিয়ে ১৯টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর। সূত্রের খবর ভারতের উদ্দেশে রওনাও দিয়ে দিয়েছেন ভুবনেশ্বর। যা পরিস্থিতি, তাতে মনে করা হচ্ছে গোটা সিরিজ থেকেই বাদ পড়তে পারেন ভুবি। এখানেই শেষ নয়। প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন জসপ্রীত বুমরাও। চোটের জন্য প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন এই স্পিডস্টার। তাই একদিনের সিরিজের পর শার্দূল ঠাকুরকে ইংল্যান্ডে রেখে দেওয়া হয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনের ঝামেলা মিটিয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহম্মদ সামি। তবে প্রথম ফিটনেস টেস্টে ফেল করেছেন বাংলার এই পেসার। ভারতের পেস ব্রিগেডের যা অবস্থা তাতে টেস্ট সিরিজে বাড়তি দায়িত্ব পালন করতে হবে ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং হার্দিক পা-িয়াকেই। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়