শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুলকে ছাড়াই এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : সামনে মাসে জাকার্তা এশিয়ান গেমসে কঠিন পরীক্ষায় বসতে হবে বাংলাদেশ ফুটবল দলকে। থাইল্যান্ড, কাতার ও উজবেকিস্তানের গ্রুপসঙ্গী বাংলাদেশ সে পরীক্ষায় কতটা কি করতে পারবে, সেটি ভবিষ্যতের হাতেই তোলা থাকছে। তবে এবারের এশিয়ান গেমসে বাংলাদেশে যে দলটি খেলবে, তাতে থাকছেন না মামুনুল ইসলাম।

এশিয়াডে অনূর্ধ্ব-২৩ স্কোয়াড খেললেও সিনিয়র কোটায় কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় খেলতে পারেন। এবার সিনিয়র কোটায় জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়কের। তবে এবার দলের সঙ্গে জাকার্তা যাচ্ছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা জামাল ভূঁইয়া। তাঁর সঙ্গে থাকছেন গোলরক্ষক আশরাফুল রানা ও ডিফেন্ডার তপু বর্মণ।

২০১৪ ইনচন এশিয়ান গেমসে মামুনুলের দুর্দান্ত এক গোলেই আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসের পর পাওয়া বাংলাদেশের প্রথম জয়। জামাল অবশ্য গত গেমসেও বাংলাদেশের হয়ে খেলেছিলেন।

আগস্টের ১৮ তারিখ থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে এশিয়াড। এর পরেই সেপ্টেম্বরে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল। দুটি মিশনের প্রস্তুতির জন্যই ২৮ জন ফুটবলার এখন অবস্থান করছেন কাতারে। গতকাল রাতে কাতারের প্রিমিয়ার লিগের দল মাজেইমারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই সপ্তাহের প্রস্তুতি শেষে ২০ জুলাই দেশে ফিরবে ফুটবলাররা। এরপর ৩০ জুলাই প্রস্তুতি ও অনুশীলন ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়া যাবে দল। কোরিয়া থেকেই সরাসরি জাকার্তা যাবে বাংলাদেশ দল। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়