শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে তেহরান অলিম্পিয়াডে অংশ নেয়নি মার্কিনীরা

রাশিদ রিয়াজ : ওয়াশিংটনের সৃষ্ট সমস্যার কারণে ইরানে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮'এ অংশ নিতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিরা। তেহরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আগা মিরি রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, ইরানে এবারই প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশ অংশগ্রহণ করছে। প্রতি দেশ থেকে চার জন প্রতিযোগী এবং দুইজন লিডার অংশ নিচ্ছে। অবশ্য কোনো কোনো দেশ থেকে কয়েকজন জুরিও অংশগ্রহণ করছেন।

১৮ জুলাই থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতা ৭ দিন ধরে চলবে বলেও জানান তিনি। প্রতিযোগীদের দুই দিন পরীক্ষা নেয়া হয়েছে। একদিন তারা তাদেরকে প্রস্তুতি নেয়ার জন্য দেয়া হয়েছে। এবারের প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আইবিও'র ৭৮ সদস্য দেশের মধ্যে ৭১ জন এবার অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা নাম নিবন্ধন করালেও শেষপর্যন্ত তাদের সরকারের সৃষ্ট সমস্যার কারণে তেহরানের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়