শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ম্যাচ হেরে অপেক্ষা বাড়ালো বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক : নিজেদের যাচাই করে নিতে আনঅফিসয়াল সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলংকা ‘এ’ দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে হারার পর চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের মিশনে নেমেছিল টাইগার যুবারা। কিন্তু তা আর হতে দিল না লঙ্কানরা। লঙ্কানদের ২৭৫ রানের জবাবে বাংলাদেশ ২০৮ রানেই শেষ হয়। ম্যাচ হারে ৬৭ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ওপেনার লাহিরু থিরেমান্নে শূন্য রানে ফিরে গেলেও আরেক ওপেনার উপুল থারাঙ্গা করেন ৫১ রানে ৪৪ রান। এরপর মিডল অর্ডারে থিসারা পেরেরা ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। পেরেরার শতকে লঙ্কানদের ইনিংস শেষ হয় ৪৯.৪ ওভারের ১০ উইকেটে ২৭৫ রানে। দূর্দান্ত ব্যাটিং করা পেরেরা করেন ৮৮ বলে ১১১ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩ উইকেট পান নাইম হাসান। ২টি করে উইকেট পান শরিফুল ও সানজামুল।

২৭৫ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১২ করে আউট হন ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার সাইফ হোসেন করেন ৩০ রান। অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাটে আসে ২৫, আল-আমিন করেন সর্বোচ্চ ৪৬ রান। এরপর আরিফুল হকের ২৭ রান ছাড়া আর কেউই খেলতে পারেনি বড় ইনিংস।

মাত্র ৪৪.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০৮ রান তুলতে পারে বাংলাদেশ ‘এ’ দল। লঙ্কানরা জয় পায় ৬৭ রানের। পুষ্পকুমারা ও নিশান পেইরিস নেন তিনটি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠে থিসারা পেরারার হাতে। সিরিজের শেষ ম্যাচ ২২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়