শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৭২ ইনিংসে প্রথমবার লেগস্পিনে বোল্ড হলেন কোহলি! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ২০২ ইনিংসে একদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। কিন্তু তাকে একবারও বোল্ড করতে পারেননি বিশ্বের কোনো লেগস্পিনার। তবে শেষ পর্যন্ত তাকে পরাস্ত করতে সক্ষম হলেন ইংল্যান্ডের আদিল রশিদ। গত মঙ্গলবার রাতে ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতে ভারতীয় অধিনায়ককে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান রশিদ। সেটিও এমন এক ডেলিভারিতে, যাকে কি না ধারাভাষ্যকারের বলেছেন ‘বল অব দ্য সেঞ্চুরি’!

ভারতে ব্রিটেন সফরের প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পায় দু’দলই। যার ফলে লিডসের শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নিধার্রণী। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান তোলে ভারত। সবোর্চ্চ ৭১ রান করেন অধিনায়ক কোহলি। জবাবে জো রুট আর ইয়ন মরগানের অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটিতে ৮ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় এ নিয়ে টানা আটটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ।

তবে ওই তিন উইকেটের মধ্যে কোহলির উইকেটটা ছিল স্পেশাল। ম্যাচের ৩০তম ওভারের প্রথম বলেই ভারতীয় দলপতিকে সরাসরি বোল্ড করেন রশিদ। ওভার দ্য উইকেটে এসে লেগস্ট্যাম্পের খানিকটা বাইরে ডেলিভারি দেন তিনি। ঘণ্টায় ৫১ মাইল বেগে ছোড়া ডেলিভারিটা ৫.৭ ডিগ্রি ঘুরে কোহলির অফস্ট্যাম্প ভেঙে দেয়। বোল্ড হওয়ার পর বিস্ময়ে কিছুক্ষণ উইকেটের দিকে তাকিয়ে ছিলেন ভারতীয় অধিনায়ক।

ক্রিকেটের সব ধরনের ফরম্যাট মিলিয়ে আগের ৩৭২ ইনিংসে কোনো লেগি পারেনি কোহলিকে বোল্ড করতে। রশিদ পেরেছেন। সেজন্যই এই ডেলিভারিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ‘সন্তোষজনক’ ডেলিভারি হিসেবে অ্যাখা দিয়েছেন তিনি, ‘ওটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে সন্তোষজনক ডেলিভারি। কারণ, ও (কোহলি) বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়