শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের দিকে মেয়েরা ও জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

মো. ইউসুফ আলী, দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা পাশর হারে এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৬০.২১ শতাংশ । যা গতবারের চেয়ে ৫.২৩শতাংশ কম।

শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ১৯ হাজার ৫০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭১হাজার ৯৫১ জন পরীক্ষার্থী পাশ করেছে। বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ২২ জন ছাত্রের মধ্যে ১০ হাজার ৯১১ জন ও ১০ হাজার ৯২৬ জন ছাত্রীর মধ্যে ৭ হাজার ৯৭৮ জন ছাত্রী পাশ করেছে। বিজ্ঞান বিভাগে মোট পাশ করেছে ১৮ হাজার ৮৮৯ জন। ছেলেদের পাশের হার ৬৮.১০ ও মেয়েদের পাশের হার ৭৩.০২ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭০.০৯ শতাংশ।

মানবিক বিভাগে ৩৪ হাজার ৯৫১জন ছাত্রের মধ্যে ১৭ হাজার ৭৭৮ জন ও ৪১ হাজার ৮৬ জন ছাত্রীর মধ্যে ২৫ হাজার ৪৭৮ জন ছাত্রী পাশ করেছে। মানবিক বিভাগে মোট পাশ করেছে ৪৩ হাজার ২৫৬জন। ছেলেদের পাশের হার ৫০.৮৭ ও মেয়েদের পাশের হার ৬২.০১ শতাংশ। মানবিক বিভাগে গড় পাশের হার ৫৬.৮৯শতাংশ।

বানিজ্য বিভাগে ১১ হাজার ৭২ জন ছাত্রের মধ্যে ৬ হাজার ১৯৫ জন ছাত্র ও ৫ হাজার ৪৫০ জন ছাত্রীর মধ্যে ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাশ করেছে। বানিজ্য বিভাগে মোট পাশ করেছে ৯ হাজার ৮০৬ জন। ছেলেদের পাশের হার ৫৫.৯৫ ও মেয়েদের পাশের হার ৬৬.২৬ শতাংশ। বানিজ্য বিভাগে গড় হাশের হার ৫৯.৩৫ শতাংশ।

তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ২৯৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৩৪৪ এবং ছাত্রীর সংখ্যা ৯৫৩জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারেও প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীর পাশের হার ৬৪ দশমিক ৫১ পক্ষান্তরে ছাত্রের পাশের হার ৫৬ দশমিক ২২। তবে গতবারের চেয়ে পরীক্ষায় পাশের হার কমেছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়