শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় সেরা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ

শরীফা খাতুন শিউলী, খুলনা: গত বছরের ধারাবাহিকতায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা জেলা সবার শীর্ষে রয়েছে। পাশের হার ৬৮.৪৫ ভাগ। গত বছর ছিলো ৭৮.৬৬ ভাগ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার খুলনা জেলার ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৬শ’ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ১৩ হাজার ৯৮০ জন পাশ করেছে।

খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে ৮১৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন শিক্ষার্থী। পাশের হার ৯৮ ভাগ।

গত বছরও এই কলেজটি জেলার মধ্যে প্রথম হয়। গত বছর ৯০৪ জন পরীক্ষার্থী ছিলো। পাশের হার ৯৬.৩৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছিলো ৩০০ জন।

এবার খুলনার পর যশোরের পাশের হার ৬৩.৯৫ ভাগ, কুষ্টিয়ার পাশের হার ৬১.৪২ ভাগ, সাতক্ষীরার পাশের হার ৫৯.৯৬ ভাগ, বাগেরহাটের পাশের হার ৫৯.৬৭ ভাগ, ঝিনাইদহের পাশের হার ৫৭.৯৭ ভাগ, চুয়াডাঙ্গার পাশের হার ৫২.৯০ ভাগ,মেহেরপুরের পাশের হার ৫২.৬৯ ভাগ, নড়াইলের পাশের হার ৫২.৫৬ ভাগ ও

মাগুরার পাশের হার ৪৯.৪০ ভাগ নিয়ে যথাক্রমে ফলাফলের তালিকায় স্থান করে নিয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধিনে এ দশটি জেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়