শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল বদলে নতুন চমক দেখাতে পারে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদোর চলে যাওয়ার পর অনেকেই বলতে শুরু করেছেন রঙ হারাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়ালের প্রেসিডেন্ট ফ্লেরোন্তানো পেরেজ এটি মানতে নারাজ। বরং দলবদলে নতুন চমক উপহার দিতে চান তিনি। জানিয়েছেন, দ্রুতই অসাধারণ একটি নতুন স্কোয়াড গঠন করবে তার দল।
নতুন খেলোয়াড় কেনায় এরই মধ্যে নেমে গেছে স্প্যানিশ এই জায়ান্টটি। সবশেষ স্প্যানিশ উইঙ্গার আলভারো অদ্রিওজোলাকে রিয়াল সোসিয়েদাদ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে কিনেছে তারা। ২২ বছর বয়সী এই উইঙ্গারকে পরিচয় করিয়ে দেওয়ার সময় রিয়ালের প্রেসিডেন্ট বলেছেন, ‘সবচেয়ে আকর্ষণীয় ক্লাবে এসেছে অদ্রিওজোলা। সে কখনওই ভুলবে না যে রিয়াল কখনোই হাল ছাড়ে না। এবং এখানে আমরা তোমাকে সুখী করব। এটা তোমার ক্যারিয়ারের স্বপ্ন ও চ্যালেঞ্জ। আমাদের ক্লাবকে পছন্দ করার জন্য তোমাকে ধন্যবাদ।’
রোনালদোর চলে যাওয়ায় বড় তারকাহীন হয়ে পড়েছে ইউরোপের সবচেয়ে সফল এই ক্লাবটি। তার আগে কোচ জিনেদিন জিদান ছেড়েছেন এই ক্লাব। যার হাত ধরে গত চার বছরে সাফল্যের শিখরে উঠেছিল রিয়াল। তবে এটা নিয়ে মোটেও চিন্তিত নন ক্লাব প্রেসিডেন্ট। বরং ইঙ্গিত দিয়ে রাখলেন দলকে নতুন করে শক্তিশালী করার। গুঞ্জন আছে বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ডকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। ফ্লেরেন্তিনো বলেছেন, ‘আমাদের অসাধারণ একটি স্কোয়াড আছে যা চমৎকার কিছু খেলোয়াড় দিয়ে পুনর্গঠন করা হবে। এবং আলভারোর পরিষ্কার ধারণা ছিল সে কোথায় খেলতে চায়। কেউ বিশ্বাস করেনি যে আমরা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতবো। আমরা একমাত্র ক্লাব, যারা একই বছর ফুটবলে ইউরোপিয়ান লিগ ও বাস্কেট বল জিতেছিলাম।’
নিজেদের সাফল্য-ক্ষুধা থেকে পিছু হটবে না রিয়াল। প্রেসিডেন্ট জানালেন, সেরা হওয়াটাই দলের শেষ কথা, ‘রিয়াল মাদ্রিদ সবসময় আরো আরো চায়। এবং প্রত্যেকটি শিরোপা জয়ই পরবর্তী শিরোপার দিকে প্রথম পদক্ষেপ।’
সূত্র : মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়