শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৯:২৮ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর প্রতি সহিংসতার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : চুমকি

ফাহিম ফয়সাল : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতার কারণে বাংলাদেশের উন্নতি অনেকাংশেই বাধাগ্রস্থ হচ্ছে। এই নারী সহিংসতা রোধ করতে হ‌বে, তাহ‌লে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফা‌রেন্স লাউঞ্জে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও নাস এর উদ্যোগে সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে নারী থেকে পুরুষের জন্ম, সে নারীকেই পুরুষরা কিভা‌বে নির্যাতন করছে? এটা খুবই অমানবিক । আমরা সবাই যদি এক হয়ে সামা‌জিক আন্দোলন করতে পারি এবং নির্যাতিত নারীদের পা‌শে দাড়া‌তে পা‌রি, তাহলে এই নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানেও নারীরা কাজ করছে এবং দক্ষতার প্রমাণ রাখছে । সাংবাদিকদের প্রতি অনুরোধ আপনারা নারী সাংবাদিকদের সম্মান করবেন।

এসময় প‌ত্রিকায় আ‌র্টি‌কেল ও টি‌ভি রিপো‌র্টিংয়ের জন্য ছয় জনকে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য ওয়াজেদ হীরা প্রথম, জেসমিন রিমা দ্বিতীয় এবং রীতা ভৌমিক তৃতীয় পুরস্কার লাভ করেন এছাড়া টিভি রিপোর্টিংয়ের জন্য ফারজানা শোভা প্রথম, শাতিলা শারমীন দ্বিতীয় এবং হুমায়ুন কবির সূর্য্য তৃতীয় পুরস্কার লাভ করেন।

উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের সে‌ক্রেটারী- আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারী ফরিদা ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন- বাস‌সের ব্যবস্থাপনা প‌রিচালক ও চিফ এ‌ডিটর আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়