শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত দিন ক্ষমতায় আছি, তত দিন বান্দরবানের উন্নয়ন করে যাব: পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কে ভোট দেয়নি, কে ভোট দিয়েছেন, সেটা দেখার বিষয় নয়। আমি শুধু জানি বান্দরবানের উন্নয়ন। যতদিন ক্ষমতায় আছি, ততদিন বান্দরবানের মানুষের কল্যাণে উন্নয়ন করে যাব।

বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত্ব কর্মজীবি মা’দের মাতৃদুগ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন, সেরা মৎস্যজীবি পুরস্কার, ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিরোধী দল বিএনপি’র সমালোচনা করে আরও বলেন, যখন ক্ষমতায় ছিলেন, তখন কিছু করেননি। এখন ক্ষমতায় গেলে কি করতে পারবেন, জনগণ সেটা ভালো করে জানেন। তাই সরকারের বিরুদ্ধে সমালোচনা না করে জনগণের কাছে গিয়ে অতীতের জন্য ক্ষমা চেয়ে নিন। আর ক্ষমতায় গেলে কি করতে পারবেন, সে প্রতিশ্রুতি দিন। তিনি বলেন, এখনো যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি, সেসব এলাকায় ৪৬৫কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের জন্য ইতিমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাসের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজল কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও মোস্তফা জামাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, সিনিয়র সহ সভাপতি শেখ মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন- রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমুখ। শেষে প্রতিমন্ত্রী পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ২০০ বান ঢেউটিন এবং ৩ হাজার করে নগদ টাকা, ৩০০জন কর্মজীবি মা’কে মাতৃত্বকালীণ ভাতা, ৭১ জন বৃদ্ধকে বয়স্ক ভাতা, ২২জন বিধবা ও ১৭জনের মাঝে প্রতিবন্ধি ভাতা বিতরণ করেন। এর আগে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জেলা পর্যায়ের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়