Skip to main content

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আলম হোসেন অলি, হিলি (দিনাজপুর): স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে বন্যাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, উপজেলা ভাইসচেয়ারম্যান আকতারা চৌধরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক শাহিনুর রেজা শাহীনসহস্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় বক্তারা মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অন্যান্য সংবাদ