শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে’

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে অংশ নিতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। টেস্ট সিরিজে ব্যর্থতার পর মাশরাফীর নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। মাশরাফীর লক্ষ্যও টেস্টের বিপর্যয়কে পেছনে ফেলে দলকে ইতিবাচক ধরায় নিয়ে আসা। মঙ্গলবার ক্রিকবাজ টাইগার অধিনায়কের একটি সাক্ষাৎকার নিয়েছিল। তার চুম্বক অংশ পরিবর্তন পাঠকদের সামনে তুলে ধরা হল-
সাক্ষাৎকারের শুরুতেই আসে স্ত্রীর অসুস্থতার প্রসঙ্গ। এ বিষয়ে মাশরাফী ইতিবাচক ছিলেন বলেই জানিয়েছেন। স্ত্রী কিংবা পরিবারের অসুস্থতার মধ্যেও খেলা চালিয়ে যাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফর মানে স্বভাবতই ২০০৯ সালের প্রসঙ্গটি আসবে। সেবার ইনজুরিতে পড়েছিলেন মাশরাফী। সেই কথা উঠলে ক্রিকবাজকে তিনি জানান, ‘এটা সত্য যে অনেকে ভেবেছিল আমি সেরাটা দিতে পারব না। তবে তা নিয়ে কোন অস্বস্তি নেই। ওটা নিয়ে আমি অখুশি কিংবা ভীত নই। মূল বিষয় হল আমি বাস্তবতা মেনে নিয়েছি। আমি অনেক প্রত্যাশা নিয়ে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিলাম। কিন্তু ইনজুরিতে পড়ে তার কিছুই পূরণ হয়নি। এসব নিয়ে ভাবা গুরুত্বহীন কিন্তু আপনি সেটা আপনার মন থেকে মুছে ফেলতে পারবেন না।’
এরপর আসে দক্ষিণ আফ্রিকা সফরের প্রসঙ্গ। মাশরাফীকে প্রশ্ন করা হয়Ñদক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও একই অবস্থায় পড়েছিলেন। টেস্টে হেরে দল টালমাটাল ছিল। আপনাকে আত্মবিশ্বাসের ঘাটতিতে থাকা এক দল গিয়ে সামলাতে হয়েছিল। অধিনায়ক হিসেবে এমন পরিস্থিতিতে পড়লে কি ধরণের কাজ করতে হয়?
মাশরাফির উত্তরÑএই পর্যায়ে প্রস্তুতি ছাড়া কেউ মাঠে নামে না। আমি মনে করি, তারা তাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছে, কিন্তু তা কাজ করেনি। এভাবে হারলে দল মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আমার প্রাথমিক কাজ হচ্ছে দলকে মানসিকভাবে চাঙ্গা করা। আমি মনে করি না, যে আমাদের স্কিলের অভাব আছে। আমাদের শুধু তা কাজে লাগাতে হবে। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমাদের ইতিবাচক থাকতে হবে। কারণ আমরা টেস্টের হতাশা মাথায় রেখে এগুতে পারব না। ওয়ানডে সিরিজ নিয়ে আমাদের বড় প্রত্যাশা আছে। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়