শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের অনলাইনে ঋণ সুবিধা পেতে কতটা সহজ হবে?

সজিব খান: আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) দেশের কৃষকদের অনলাইনে ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর কার্যলয়ের এটুআই প্রোগ্রাম- এর প্রযুক্তিগত সহযোগিতায় নতুন এক উদ্যোগ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রধানদের নিয়ে  বৈঠক হবে বাংলাদেশ ব্যাংকে।

এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা তাদের কৃষি কাজের মুলধন সংগ্রহে অনলাইনের মাধ্যমে ঋণ সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করতে পারবে।

আমাদের দেশের কৃষকরা ঋণ সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকারের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ঋণ সুবিধা নেওয়ার এ প্রক্রিয়া কৃষকদের কতটুকু ভোগান্তি দূর করবে জানতে চাইলে প্রকল্পের সাথে যুক্ত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শহীদ রেজা বলেন, অনলাইনে ঋণ সুবিধা দেওয়ার এই নতুন প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের হয়রানি কমানো।

তিনি বলেন, "দেখা যায় কৃষি ঋণ পেতে একজন কৃষককে একটা ব্যাংকের শাখায় কোন কোন সময় পাঁচ-ছয় বার যেতে হয়। কিন্তু আমাদের এই নতুন ব্যবস্থায় কৃষক সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় একবারেই যেতে হবে। তিনি ঘরে বসেই সব তথ্য দিতে পারবেন, নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন।"

কৃষি লোন পেতে কৃষকেরা যে হয়রানির শিকার হন সেটা স্বীকার করেন এই কর্মকর্তা।

কৃষকরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ‘কৃষি লোন’ অ্যাপ্লিকেশেন এবং অনলাইনকৃষি.কম.বিডি ওয়েবসাইটের মাধ্যমে কৃষি ঋণের জন্য আবেদন করতে পারবে। যেসব কৃষক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন না তাদের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার যেটা আছে সেখান থেকে তারা সহায়তা নিতে পারবে

প্রথম পর্যায়ে চট্টগ্রাম জোনের ব্যাংকগুলোতে পাইলটিং এর ম্যাধ্যমে শুরু করা হবে। তারপর এর সফলতার ভিত্তিতে সারা দেশে এই কার্যক্রম শুরু করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়