শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৬:১৪ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই

মামুন হাওলাদার, দৌলতখান (ভোলা) : ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মুনাফ ব্যাপারীর পুল সংলগ্ন খোকন এর বাড়িতে গতকাল মঙ্গলবার  অনুমানিক রাত ২ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ফলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন এতটাই তীব্র ছিলো যে পার্শ্ববর্তী লোকজন তার ধারে কাছে পৌঁছাতে পারেনি। উক্ত আগুনে পরিবারটির বসত ঘর সহ একটি হাঁসের খামার সম্পূর্ণ পুড়ে গেছে । এতে করে উক্ত পরিবারের প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে খোকন তার পরিবার নিয়ে একবারে রাস্তায় বসে গেছে।
এলাকাবাসী জানায়, যথাসময়ে ফোন করা হলেও ফায়ার সার্ভিস আসতে অনেক দেরী হয়ে যায়। যার ফলেই এ ক্ষয়ক্ষতি হয়েছে। ফারায় সাভির্সে কর্তব্যরত কামাল ও ইব্রাহীম জানায় , রাস্তা সরু ও ভাঙনের কারনে আমাদের পৌছতে একটু সময় লেগেছিলো।
উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত পরিবারকে জেলা প্রশাসন এর সহযোগিতায় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে একটি ঘর দেয়ার আশ্বাস দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়