শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের প্রায় ৮২ শতাংশ শিল্পী এখন বেকার

আবু সুফিয়ান রতন: দেশের প্রায় ৮২ শতাংশ শিল্পী এখন বেকার বলে দাবি করেছে অভিনয় শিল্পী সংঘ টিভি নাটকের ‘রিমোট’ এজেন্সির হাতে চলে যাওয়ায় হুমকির মুখে পড়েছে ছোটপর্দার শিল্পীদের জীবন যাত্রা।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও অভিনয়শিল্পী আহসান হাবিব নাসিম মঙ্গলবার সন্ধ্যায় গ্লিটজকে একথা বলেন।

তিনি জানান, টিভি নাটকে বর্তমানে সাড়ে ৮’শ নিবন্ধিত শিল্পী আছেন। এর মধ্যে সাড়ে ৭’শ শিল্পীই বেকার। কাজ করছেন মাত্র দেড়’শ শিল্পী। শতকরা হিসেবে যা ১৭.৬৪ শতাংশ। এর মধ্যেও সবাই নিয়মিত না, কেউ কেউ মাঝে মাঝে কাজ করছেন আবার কেউ অনিয়মিতভাবে কাজ করছেন।

শিল্পীদের দুর্দশার কথা তুলে নাসিম বলেন, হঠাৎ করে অনেকে দেখছে কাজ নেই। সংসার চালাতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না। শত শত শিল্পী নাটক নিয়ে হতাশার মধ্যে আছে। ফলে বাধ্য হয়ে অনেকে অন্য কাজের পেছনে ছুটছে।

গত দুই-তিন বছর ধরে টিভি নাটকের নিয়ন্ত্রণ ‘এজেন্সির হাতে’ চলে যাওয়ার পর থেকে চরিত্রাভিনেতারা কাজ হারিয়েছেন বলে দাবি করেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক।

“এজেন্সিই এখন ডিরেক্টর, প্রডিউসার, শিল্পী নির্ধারণ করছে। নাটকের চরিত্রও কমে গেছে। বিশেষ করে চরিত্রাভিনেতাদের কোনো চরিত্র থাকছে না। নাটকের গল্পগুলোতে বাবা-মা, ভাইবোন কিংবা পার্শ্বচরিত্রও নেই। ফলে অভিনয়শিল্পীদের কাজ কমে গেছে।”

ফলে ঘুরে ফিরে গুটিকয়েক অভিনয়শিল্পীই বার বার হাজির হচ্ছেন টিভির পর্দায়। এজেন্সিগুলোর আধিপত্যের ব্যাখ্যায় নাসিম বলেন, “নাটকের মাঝে যে বিজ্ঞাপনগুলো প্রচার হয়, সেগুলো মূলত এজেন্সি থেকে আসে। অথবা অনেক সময় চাংক ধরেই কিনে নেয় এজেন্সি। ফলে ওই সময়ে যে কোনো নাটক দেখাতে পারে তারা। চ্যানেলগুলো তো বিজ্ঞাপনের পেছনে ছুটছে। এই সুযোগে এজেন্সি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।”

বিষয়টি নিয়ে প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান গ্লিটজকে বলেন, “আস্তে আস্তে চ্যানেল বাড়ার ফলে কাজের পরিধিও বাড়ার কথা ছিল। কিন্তু নাটকে তৈরি হওয়ার সংকটের ফলে আলটিমেটলি তা হচ্ছে না। এই সংকট খুব সহজেই কাটিয়ে উঠা সম্ভব নয়, আরও সময় লাগবে।”

হুমকির মুখে থাকা এ শিল্প নিয়ে খুব শিগগিরই নাটককেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে বসবেন অভিনয়শিল্পী সংঘের নেতারা।

নাসিম আশা করছেন, নাটকের নিয়ন্ত্রণ নাটকের লোকের হাতেই ফিরবে। নাটকের মূল্যও নির্ধারিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সব শিল্পীই কাজে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়